নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত মো. ইয়াছিন শিকদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা-পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিঃ এর প্রোপ্রাইটর ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকালে মধ্য বাড্ডার বৈশাখী সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে। মিন্টু শিকদারকে তারা জোর করে একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করে। এ সময় আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
তালেবুর রহমান জানান, অপহরণকারীর অবস্থান শনাক্ত করে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা গাড়ি জব্দ করা হয়। ইয়াছিন একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। মিন্টু শিকদারকে অর্থ আত্মসাতের জন্য অপহরণ করেছিল।
গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান এই কর্মকর্তা।
রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত মো. ইয়াছিন শিকদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা-পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিঃ এর প্রোপ্রাইটর ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকালে মধ্য বাড্ডার বৈশাখী সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে। মিন্টু শিকদারকে তারা জোর করে একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করে। এ সময় আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
তালেবুর রহমান জানান, অপহরণকারীর অবস্থান শনাক্ত করে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা গাড়ি জব্দ করা হয়। ইয়াছিন একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। মিন্টু শিকদারকে অর্থ আত্মসাতের জন্য অপহরণ করেছিল।
গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান এই কর্মকর্তা।
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর অবস্থিত স্টাফ কোয়ার্টার-হাজীনগর সেতুটি অপ্রশস্ত হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন লাখো মানুষ। যানবাহনের বাড়তি চাপ ও অপরিকল্পিত নির্মাণের কারণে সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, এখানে দ্রুত একটি পরিকল্পিত ও প্রশস্ত সেতু নির
৫ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যর স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত সেনা সদস্যসহ তাঁর শিশুসন্তানকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেসিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৩৬ মিনিট আগেঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১ ঘণ্টা আগে