ফরিদপুর প্রতিনিধি
নির্বাচন-পরবর্তী সহিংসতায় ফরিদপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার ডাঙ্গী ইউনিয়ন ও ভবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ডাঙ্গী বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি গুলি ছুড়ে পাঁচজনকে আটক করে।
আজ সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী বাজার এলাকায় ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের পাঁচটি দোকান ও চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। নৌকার সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে।
এ ছাড়া ওই উপজেলার ভবুকদিয়া গ্রামেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি মোটরসাইকেল ভাঙচুর করে পোড়ানো হয় এবং চারটি ঘরবাড়িও ভাঙচুরের ঘটনা ঘটে।
ডাঙ্গী গ্রামের হাসান মেম্বারের নেতৃত্বে নৌকার সমর্থক যদুরদিয়া গ্রামের মিজান, নান্নু মাতুব্বরসহ শতাধিক লোক গাড়িতে করে উল্লাস করে যাওয়ার পথে ডাঙ্গী বাজারে পৌঁছালে তা বাধাগ্রস্ত করেন ডাঙ্গী নগরকান্দা গ্রামের কামাল মাতুব্বরের নেতৃত্বে ঈগল সমর্থকেরা। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয় বলে জানা গেছে। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও বাজারের ব্যবসায়ী সবুজ মোল্যা বলেন, ‘আমরা জামালের ঈগল পাখির দল করছি দেইখ্যা নৌকার লোকজন আইস্যা আমার দোকান ভাঙচুর করছে এবং দোকান থাকা ৮৫ হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে।’
বাজারের অপর এক ওষুধের দোকানদার বলেন, ‘আমার দোকানের মালামাল নষ্ট করেছে এবং ষাট হাজার দামের একটি কম্পিউটার নিয়ে গেছে নৌকার সমর্থকেরা।’
নৌকার সমর্থক হাসান মেম্বার বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ লাবু চৌধুরীর সঙ্গে আছি। গতকালের নির্বাচনে নৌকার এজেন্টও ছিলাম। আমাদের এখানে মামার (লাবু চৌধুরী) লোকজন কম থাকায় গতকালই ওরা আমাদের ওপর হামলা করার পরিকল্পনা করে। আজ যখন মামাকে ফুল দেওয়ার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কামালের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা করে। ওরা আগে থেকেই বাজারে দোকানে ঢাল-সড়কি এনে রাখছিল। পরে ওরা নিজেরাই দোকানপাট ভাঙচুর করে আমাদের নামে মামলা দেওয়ার জন্য।’
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ডাঙ্গী বাজারে নৌকার সমর্থকেরা বিজয় উল্লাস করার সময় অপরপক্ষ বাধা দিলে সংঘর্ষ হয়। পরে নৌকার সমর্থকেরা পাল্টা আক্রমণ করে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ১৫টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবুকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। ৮৭ হাজার ১৯৪ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া ঈগল প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।
নির্বাচন-পরবর্তী সহিংসতায় ফরিদপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার ডাঙ্গী ইউনিয়ন ও ভবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ডাঙ্গী বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি গুলি ছুড়ে পাঁচজনকে আটক করে।
আজ সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী বাজার এলাকায় ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের পাঁচটি দোকান ও চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। নৌকার সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে।
এ ছাড়া ওই উপজেলার ভবুকদিয়া গ্রামেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি মোটরসাইকেল ভাঙচুর করে পোড়ানো হয় এবং চারটি ঘরবাড়িও ভাঙচুরের ঘটনা ঘটে।
ডাঙ্গী গ্রামের হাসান মেম্বারের নেতৃত্বে নৌকার সমর্থক যদুরদিয়া গ্রামের মিজান, নান্নু মাতুব্বরসহ শতাধিক লোক গাড়িতে করে উল্লাস করে যাওয়ার পথে ডাঙ্গী বাজারে পৌঁছালে তা বাধাগ্রস্ত করেন ডাঙ্গী নগরকান্দা গ্রামের কামাল মাতুব্বরের নেতৃত্বে ঈগল সমর্থকেরা। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয় বলে জানা গেছে। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও বাজারের ব্যবসায়ী সবুজ মোল্যা বলেন, ‘আমরা জামালের ঈগল পাখির দল করছি দেইখ্যা নৌকার লোকজন আইস্যা আমার দোকান ভাঙচুর করছে এবং দোকান থাকা ৮৫ হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে।’
বাজারের অপর এক ওষুধের দোকানদার বলেন, ‘আমার দোকানের মালামাল নষ্ট করেছে এবং ষাট হাজার দামের একটি কম্পিউটার নিয়ে গেছে নৌকার সমর্থকেরা।’
নৌকার সমর্থক হাসান মেম্বার বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ লাবু চৌধুরীর সঙ্গে আছি। গতকালের নির্বাচনে নৌকার এজেন্টও ছিলাম। আমাদের এখানে মামার (লাবু চৌধুরী) লোকজন কম থাকায় গতকালই ওরা আমাদের ওপর হামলা করার পরিকল্পনা করে। আজ যখন মামাকে ফুল দেওয়ার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কামালের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা করে। ওরা আগে থেকেই বাজারে দোকানে ঢাল-সড়কি এনে রাখছিল। পরে ওরা নিজেরাই দোকানপাট ভাঙচুর করে আমাদের নামে মামলা দেওয়ার জন্য।’
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ডাঙ্গী বাজারে নৌকার সমর্থকেরা বিজয় উল্লাস করার সময় অপরপক্ষ বাধা দিলে সংঘর্ষ হয়। পরে নৌকার সমর্থকেরা পাল্টা আক্রমণ করে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ১৫টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবুকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। ৮৭ হাজার ১৯৪ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া ঈগল প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।
পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে মো. সলেমান আলী (৪৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এস এম রেজাউল বারী এ রায় ঘোষণা করেন।
৬ মিনিট আগেমানিকগঞ্জে আশরাফুল ইসলাম পলাশ (৩৩) হত্যা মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার মধ্যরাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ব্রিজের টোল প্লাজার পূর্বপাশ থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেদিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদে কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। বিগত তিন মাস ধরে ইউনিয়নের চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ।
১০ মিনিট আগেজামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেন। আজ মঙ্গলবার বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তুর্কি রাষ্ট্রদূত। এরপর জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করেন তিনি।
২৪ মিনিট আগে