ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাকের সংঘর্ষ, নিহত ২

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়ায় বাস–ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ভাঙ্গা উপজেলার পুলিয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক নুরুল আলম (২৬) এবং তার সহযোগী ঝিনাইদহ জেলার তেঁতুলবাড়িয়া এলাকার রফিকুল মালিথার ছেলে আ. কাদের মিয়া (৩৫)।

জানা গেছে, আজ ভোরে ঢাকামুখী লেনে একটি বাসের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চালকসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল বলেন, ‘আমাদের রাত্রিকালীন ডিউটি টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত