Ajker Patrika

হাওরে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৭
হাওরে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলী হাওরে নিখোঁজের এক দিন পর দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মো. আলমগীর (২০) ও রনি (২২) নামের দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন গতকাল শুক্রবার। 

আজ শনিবার সকালে রনি এবং দুপুরে আলমগীরের মরদেহ হাওরের পানিতে ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রামসংলগ্ন ঘোড়াউত্রা নদীর পাড়ে কেওড়াগাছের তলায় গোসল করতে গিয়ে তারা প্রথমে নিখোঁজ হন। নিহত মো. আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে এবং রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে। 

ওই দুই পর্যটকই পিকআপচালক ছিলেন। তাঁদের মধ্যে আলমগীর ঢাকার গেন্ডারিয়ায় এবং রনি ঢাকার পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর এলাকায় থেকে পিকআপ চালান। 

নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দুটি পর্যটক দল নিকলীতে আসে। এর মধ্যে একটি দলে ২৫ থেকে ২৬ জন, অপর দলে ৩০ থেকে ৩৫ জন পর্যটক ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত