Ajker Patrika

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে দুই বাসের সংঘর্ষে গাংচিল পরিবহনের এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টায় মহাসড়কের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৮ যাত্রী। এ সময় সড়কে প্রায় আধ ঘণ্টাব্যাপী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

জানা যায়, নিহতের নাম সুমন (১৬)। সে পটুয়াখালী জেলার গলাচিপা থানার গাওকুয়া গ্রামের আলাউদ্দীন মাওলানার ছেলে। 

নিহতের পিতা আলাউদ্দিন মাওলানা বলেন, ‘আমরা ঢাকার আমিনবাজারে ভাড়া থাকি। সেখান থেকে সপরিবারে লৌহজংয়ে শ্বশুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গাঙচিল বাসে উঠি। বাজারের দিকে পৌছালে পেছন থেকে স্বাধীন নামে একটি বাস আমাদের গাড়িতে ধাক্কা দেয়। আমার ছেলে পেছনের সিটে বসা ছিল। সেখানে চাপা পড়েছে মারা যায় সে।’ 

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরাস্বাধীন বাসের যাত্রী আহত ফাহিম (২০) বলেন, ‘স্বাধীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আমি বাসের সামনের দিকে ইঞ্জিনে বসা ছিলাম, তাই বেশি আঘাত পেয়েছি। স্বাধীন বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাংচিল পরিবহনের পেছনে ধাক্কা দেয়। 

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের শাহ আলম জানান, আমরা পৌনে ১টার দিকে ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। স্বাধীন বাস গাংচিল পরিবহনের পেছনে ধাক্কা দেয়। গাংচিল পরিবহনের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় উভয় বাসের প্রায় ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত