নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকিট ডটকমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আসামি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ছোট ভাই। সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, 'আব্দুর রাজ্জাক ২৪ টিকিট ডটকমের মালিক। তবে প্রতিষ্ঠানটির প্রতারণার মূলহোতা ছিলেন তাঁর ছোট ভাই রাকিবুল হাসান। ২৪ টিকিটের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাকিবুল তিন নম্বর আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।'
পুলিশ জানিয়েছে, যাত্রা শুরুর পর থেকেই ‘২৪ টিকিট ডটকম’ গ্রাহক টানতে অস্বাভাবিক মূল্যছাড়ের অফার দেওয়া শুরু করে। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা উৎসবকে কেন্দ্র করে মূল্য ছাড়ের পাশাপাশি বিনা মূল্যের টিকিটের অফারও তারা দেয়। এয়ারলাইনস থেকে ৭ শতাংশ হারে কমিশন পেলেও এজেন্সিগুলোকে কাছে টানতে তাদের কমিশন দেয় ১২ শতাংশ পর্যন্ত। বাড়তি লাভের আশায় অনেক ট্রাভেল এজেন্সি যুক্ত হয় এ প্রতিষ্ঠানে। ট্রাভেল এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে এপ্রিলের মাঝামাঝিতে হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। অনেকে মহাখালী ডিওএইচএস-এ গিয়ে প্রতিষ্ঠানটির অফিসে তালা ঝুলতে দেখে। প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ফোন নম্বর বন্ধ পেয়ে একজন গ্রাহক কাফরুল থানায় মামলা করেন।
জানা গেছে, কাফরুল থানায় কমপক্ষে ২০ জন ভুক্তভোগী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জিডি করেছে। কাফরুল থানায় জিডি করা আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক মো. ইব্রাহিম বলেন, 'আব্দুর রাজ্জাকের ঢাকা ও গ্রামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর কাছে এক লাখ টাকা পাওনা রয়েছে।'
উল্লেখ্য, ২০১৯ সালের মে যাত্রা শুরু করে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪ টিকিট ডটকম (www.24 tkt. com)। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান।
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকিট ডটকমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আসামি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ছোট ভাই। সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, 'আব্দুর রাজ্জাক ২৪ টিকিট ডটকমের মালিক। তবে প্রতিষ্ঠানটির প্রতারণার মূলহোতা ছিলেন তাঁর ছোট ভাই রাকিবুল হাসান। ২৪ টিকিটের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাকিবুল তিন নম্বর আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।'
পুলিশ জানিয়েছে, যাত্রা শুরুর পর থেকেই ‘২৪ টিকিট ডটকম’ গ্রাহক টানতে অস্বাভাবিক মূল্যছাড়ের অফার দেওয়া শুরু করে। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা উৎসবকে কেন্দ্র করে মূল্য ছাড়ের পাশাপাশি বিনা মূল্যের টিকিটের অফারও তারা দেয়। এয়ারলাইনস থেকে ৭ শতাংশ হারে কমিশন পেলেও এজেন্সিগুলোকে কাছে টানতে তাদের কমিশন দেয় ১২ শতাংশ পর্যন্ত। বাড়তি লাভের আশায় অনেক ট্রাভেল এজেন্সি যুক্ত হয় এ প্রতিষ্ঠানে। ট্রাভেল এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে এপ্রিলের মাঝামাঝিতে হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। অনেকে মহাখালী ডিওএইচএস-এ গিয়ে প্রতিষ্ঠানটির অফিসে তালা ঝুলতে দেখে। প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ফোন নম্বর বন্ধ পেয়ে একজন গ্রাহক কাফরুল থানায় মামলা করেন।
জানা গেছে, কাফরুল থানায় কমপক্ষে ২০ জন ভুক্তভোগী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জিডি করেছে। কাফরুল থানায় জিডি করা আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক মো. ইব্রাহিম বলেন, 'আব্দুর রাজ্জাকের ঢাকা ও গ্রামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর কাছে এক লাখ টাকা পাওনা রয়েছে।'
উল্লেখ্য, ২০১৯ সালের মে যাত্রা শুরু করে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪ টিকিট ডটকম (www.24 tkt. com)। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান।
সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে চিঠি দেওয়া হয়েছে।
৭ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা নয়টি ঘর উচ্ছেদ ও এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেকু মেশিন দিয়ে ঘরে ভেঙে দেওয়া হয়।
৯ মিনিট আগে১৫ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না বরিশালের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি। গতকাল বুধবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
১৬ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে অতিরিক্ত মদপানের পর পুকুরের পানিতে পড়ে তায়েজ মার্ডি (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সুজালপুর ইউনিয়নের রণগাঁও পল্লি এলাকার মোবারক মাস্টারের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৭ মিনিট আগে