সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। স্থানীয় দুই বিএনপি নেতা সালিস বৈঠকে ১৩ লাখ টাকায় ঘটনাটি রফা করেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, ওই দুই বিএনপি নেতা রফার থেকে ৩ লাখ টাকা নিজেদের পকেটে পুরেছেন।
জানা গেছে, উপজেলার একটি গ্রামের মাধ্যমিকের এক ছাত্রীকে আব্দুর রব নামের এক যুবক ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ওই গ্রামে গত সোমবার সন্ধ্যায় সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ তাঁদের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লাগেন। সালিশে আব্দুর রবকে ১৩ লাখ টাকা দিতে বলে মীমাংসা করা হয়। বৈঠকে আব্দুর রব ৩ লাখ টাকা বিএনপি নেতা শাহজাহানের কাছে দেন। ওই টাকা গতকাল বুধবার পর্যন্ত তাঁর কাছেই ছিল। বাকি ১০ লাখ টাকা আগামী ২০ জানুয়ারিতে দেওয়ার কথা রয়েছে।
কিশোরীর এক স্বজন বলেন, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ধর্ষণের বিষয়টি বেরিয়ে আসে। এরপর অভিযুক্ত ব্যক্তির পরিবারকে জানালে তাঁরা সমাধান করে দেবেন বলে আশ্বাস দেন। সর্বশেষ তাঁরা সালিশ বৈঠক ডেকে ঘটনাটি ১৩ লাখ টাকায় মীমাংসা করেন। প্রথম দফায় কিশোরীর পরিবারকে ৩ লাখ টাকা দেওয়ার কথা বলা হয় বৈঠকে। কিন্তু বিচার বা সেই টাকা—কোনোটাই পরিবারটি পায়নি।
অভিযোগের বিষয়ে রবের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি। এ বিষয়ে তাঁর স্ত্রী বলেন, ‘আমার স্বামী এই অপরাধের সঙ্গে জড়িত না।’ তাহলে ধর্ষণের ঘটনা মীমাংসার নামে ৩ লাখ টাকা কেন দিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি এর কোনো উত্তর দেননি।
আরেক অভিযুক্ত বিএনপি নেতা মো. শাহজাহান মিয়া বলেন, ‘সালিশ বৈঠক হয়েছে। কিশোরী ও অভিযুক্তদের কথা শুনে বৈঠকে এলাকাবাসী ১৩ লাখ টাকা আদায়ের কথা বলেছে। তবে টাকা আত্মসাতের বিষয়টি সঠিক না।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। স্থানীয় দুই বিএনপি নেতা সালিস বৈঠকে ১৩ লাখ টাকায় ঘটনাটি রফা করেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, ওই দুই বিএনপি নেতা রফার থেকে ৩ লাখ টাকা নিজেদের পকেটে পুরেছেন।
জানা গেছে, উপজেলার একটি গ্রামের মাধ্যমিকের এক ছাত্রীকে আব্দুর রব নামের এক যুবক ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ওই গ্রামে গত সোমবার সন্ধ্যায় সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ তাঁদের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লাগেন। সালিশে আব্দুর রবকে ১৩ লাখ টাকা দিতে বলে মীমাংসা করা হয়। বৈঠকে আব্দুর রব ৩ লাখ টাকা বিএনপি নেতা শাহজাহানের কাছে দেন। ওই টাকা গতকাল বুধবার পর্যন্ত তাঁর কাছেই ছিল। বাকি ১০ লাখ টাকা আগামী ২০ জানুয়ারিতে দেওয়ার কথা রয়েছে।
কিশোরীর এক স্বজন বলেন, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ধর্ষণের বিষয়টি বেরিয়ে আসে। এরপর অভিযুক্ত ব্যক্তির পরিবারকে জানালে তাঁরা সমাধান করে দেবেন বলে আশ্বাস দেন। সর্বশেষ তাঁরা সালিশ বৈঠক ডেকে ঘটনাটি ১৩ লাখ টাকায় মীমাংসা করেন। প্রথম দফায় কিশোরীর পরিবারকে ৩ লাখ টাকা দেওয়ার কথা বলা হয় বৈঠকে। কিন্তু বিচার বা সেই টাকা—কোনোটাই পরিবারটি পায়নি।
অভিযোগের বিষয়ে রবের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি। এ বিষয়ে তাঁর স্ত্রী বলেন, ‘আমার স্বামী এই অপরাধের সঙ্গে জড়িত না।’ তাহলে ধর্ষণের ঘটনা মীমাংসার নামে ৩ লাখ টাকা কেন দিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি এর কোনো উত্তর দেননি।
আরেক অভিযুক্ত বিএনপি নেতা মো. শাহজাহান মিয়া বলেন, ‘সালিশ বৈঠক হয়েছে। কিশোরী ও অভিযুক্তদের কথা শুনে বৈঠকে এলাকাবাসী ১৩ লাখ টাকা আদায়ের কথা বলেছে। তবে টাকা আত্মসাতের বিষয়টি সঠিক না।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড়ে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী...
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় করা দুই মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
২৪ মিনিট আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ধর্ষণ ও নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ ও নিপীড়নের বিপক্ষে এ আন্দোলন
২৭ মিনিট আগেঢাকায় এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ২৪৮ জন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগে