সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। স্থানীয় দুই বিএনপি নেতা সালিস বৈঠকে ১৩ লাখ টাকায় ঘটনাটি রফা করেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, ওই দুই বিএনপি নেতা রফার থেকে ৩ লাখ টাকা নিজেদের পকেটে পুরেছেন।
জানা গেছে, উপজেলার একটি গ্রামের মাধ্যমিকের এক ছাত্রীকে আব্দুর রব নামের এক যুবক ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ওই গ্রামে গত সোমবার সন্ধ্যায় সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ তাঁদের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লাগেন। সালিশে আব্দুর রবকে ১৩ লাখ টাকা দিতে বলে মীমাংসা করা হয়। বৈঠকে আব্দুর রব ৩ লাখ টাকা বিএনপি নেতা শাহজাহানের কাছে দেন। ওই টাকা গতকাল বুধবার পর্যন্ত তাঁর কাছেই ছিল। বাকি ১০ লাখ টাকা আগামী ২০ জানুয়ারিতে দেওয়ার কথা রয়েছে।
কিশোরীর এক স্বজন বলেন, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ধর্ষণের বিষয়টি বেরিয়ে আসে। এরপর অভিযুক্ত ব্যক্তির পরিবারকে জানালে তাঁরা সমাধান করে দেবেন বলে আশ্বাস দেন। সর্বশেষ তাঁরা সালিশ বৈঠক ডেকে ঘটনাটি ১৩ লাখ টাকায় মীমাংসা করেন। প্রথম দফায় কিশোরীর পরিবারকে ৩ লাখ টাকা দেওয়ার কথা বলা হয় বৈঠকে। কিন্তু বিচার বা সেই টাকা—কোনোটাই পরিবারটি পায়নি।
অভিযোগের বিষয়ে রবের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি। এ বিষয়ে তাঁর স্ত্রী বলেন, ‘আমার স্বামী এই অপরাধের সঙ্গে জড়িত না।’ তাহলে ধর্ষণের ঘটনা মীমাংসার নামে ৩ লাখ টাকা কেন দিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি এর কোনো উত্তর দেননি।
আরেক অভিযুক্ত বিএনপি নেতা মো. শাহজাহান মিয়া বলেন, ‘সালিশ বৈঠক হয়েছে। কিশোরী ও অভিযুক্তদের কথা শুনে বৈঠকে এলাকাবাসী ১৩ লাখ টাকা আদায়ের কথা বলেছে। তবে টাকা আত্মসাতের বিষয়টি সঠিক না।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। স্থানীয় দুই বিএনপি নেতা সালিস বৈঠকে ১৩ লাখ টাকায় ঘটনাটি রফা করেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, ওই দুই বিএনপি নেতা রফার থেকে ৩ লাখ টাকা নিজেদের পকেটে পুরেছেন।
জানা গেছে, উপজেলার একটি গ্রামের মাধ্যমিকের এক ছাত্রীকে আব্দুর রব নামের এক যুবক ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ওই গ্রামে গত সোমবার সন্ধ্যায় সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ তাঁদের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লাগেন। সালিশে আব্দুর রবকে ১৩ লাখ টাকা দিতে বলে মীমাংসা করা হয়। বৈঠকে আব্দুর রব ৩ লাখ টাকা বিএনপি নেতা শাহজাহানের কাছে দেন। ওই টাকা গতকাল বুধবার পর্যন্ত তাঁর কাছেই ছিল। বাকি ১০ লাখ টাকা আগামী ২০ জানুয়ারিতে দেওয়ার কথা রয়েছে।
কিশোরীর এক স্বজন বলেন, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ধর্ষণের বিষয়টি বেরিয়ে আসে। এরপর অভিযুক্ত ব্যক্তির পরিবারকে জানালে তাঁরা সমাধান করে দেবেন বলে আশ্বাস দেন। সর্বশেষ তাঁরা সালিশ বৈঠক ডেকে ঘটনাটি ১৩ লাখ টাকায় মীমাংসা করেন। প্রথম দফায় কিশোরীর পরিবারকে ৩ লাখ টাকা দেওয়ার কথা বলা হয় বৈঠকে। কিন্তু বিচার বা সেই টাকা—কোনোটাই পরিবারটি পায়নি।
অভিযোগের বিষয়ে রবের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি। এ বিষয়ে তাঁর স্ত্রী বলেন, ‘আমার স্বামী এই অপরাধের সঙ্গে জড়িত না।’ তাহলে ধর্ষণের ঘটনা মীমাংসার নামে ৩ লাখ টাকা কেন দিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি এর কোনো উত্তর দেননি।
আরেক অভিযুক্ত বিএনপি নেতা মো. শাহজাহান মিয়া বলেন, ‘সালিশ বৈঠক হয়েছে। কিশোরী ও অভিযুক্তদের কথা শুনে বৈঠকে এলাকাবাসী ১৩ লাখ টাকা আদায়ের কথা বলেছে। তবে টাকা আত্মসাতের বিষয়টি সঠিক না।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহে ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সেই সঙ্গে ওই পরিবারের একজন ও অটোরিকশার চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তারাকান্দা
১৩ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নয়ন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের শিলমুন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় রাতে একজনের ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সকালে বাবু হোসেন (৩৮) নামের এক নছিমনচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের শহিদুর রহমানের ছেলে।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ফাতেমা আক্তার (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বোন সেলিনা আক্তার (৫০) ও ভাগনি টুনি আক্তার (১৮)। গতকাল বুধবার রাত ৮টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের ভারইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে