Ajker Patrika

স্বেচ্ছায় পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিল গ্রামবাসী

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
স্বেচ্ছায় পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিল গ্রামবাসী

দাঙ্গা হাঙ্গামার অবসান ঘটাতে ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছায় পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রামবাসী। আজ বুধবার সকালে মেহেরদিয়া গ্রামবাসী আর কোনো দিন প্রতিপক্ষের সঙ্গে অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হবে না মর্মে অঙ্গীকার করেন। পরে স্বেচ্ছায় নগরকান্দা থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে অস্ত্র জমা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, এস আই পীযূষ কান্তি হাওলাদার, এস আই মাসুদ আলম, এস আই ইলিয়াস, এস আই শাহিন প্রমুখ। 

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান বলেন, ‘এলাকায় শান্তি-শৃঙ্খলা ভালো রাখতে আমরা আগে থেকে সবাইকে সতর্ক করেছি। আজ যারা অস্ত্র জমা দিয়েছেন নগরকান্দা থানার পক্ষ হতে তাঁদের সাধুবাদ জানাই। আর যারা অস্ত্র জমা দেননি তাঁদের কাছে যদি অস্ত্র পাওয়া যায় তাঁদের নামে অস্ত্র আইনে মামলা করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত