সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের বগিতে আগুনের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি মানসিকভাবে সুস্থ নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে আছে। সে তার বাবা-মাকে জড়িয়ে মারা গেল। এরা রাজনৈতিক দল! এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনো। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে।’
আজ বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নিয়ে এসব কথা বলেন বর্তমান সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হয়ে প্রতি ওয়ার্ড থেকে সকল শ্রেণি-পেশার এক হাজার লোক নিয়ে কাজ শুরু করব। শুধু আওয়ামী লীগ না, সকল শ্রেণি-পেশা ও দল-মতের লোক নিয়ে কাজ করব। আমার এখন মূল টার্গেট মাদক-সন্ত্রাস নির্মূল করা। যাঁরা আমার মতো ৯০০ টাকার জন্য ফরম ফিলআপ করতে পারে না, সেসব ছাত্রদের পাশে দাঁড়ানোই হবে আমার লক্ষ্য।’
যারা মশাল মিছিল করে, তারা সবাই সন্ত্রাসী উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘যদি জনগণ নির্দেশ দেয় তাহলে ওদের ঠেকাতে পাঁচ মিনিটও লাগবে না। কিন্তু এই সন্ত্রাসী কাজগুলো কাদের ইন্ধনে করছে—এটা আমি প্রশ্ন রাখতে চাই।’
শামীম ওসমান বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখনো বাংলাদেশে রাজনীতি করে। আমি মনে করি স্বাধীনতাযুদ্ধের শহীদেরা আজ লজ্জিত, আমিও লজ্জিত।’
তিনি বলেন, ‘বিএনপিকে আমি রাজনৈতিক দল ভাবতাম না। ২০১৪ সালে তারা স্কুল পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। সে সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আজ এ দিন দেখতে হতো না। এটা আমার সরকারের ব্যর্থতা।’
শামীম ওসমান আরও বলেন, ‘আপনি যদি মনে করেন, ভবিষ্যৎ প্রজন্মকে ফল খাওয়াবেন তাহলে ফল গাছ লাগানো উচিত। আমাকে সার দেবেন পরিচর্যা করবেন। আর আমি যদি কাটা গাছ হই, তাহলে সেটাকে কেটে ফেলে দেওয়া উচিত। আমি মানুষকে বলতে চাই জাগো।’
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের বগিতে আগুনের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি মানসিকভাবে সুস্থ নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে আছে। সে তার বাবা-মাকে জড়িয়ে মারা গেল। এরা রাজনৈতিক দল! এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনো। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে।’
আজ বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নিয়ে এসব কথা বলেন বর্তমান সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হয়ে প্রতি ওয়ার্ড থেকে সকল শ্রেণি-পেশার এক হাজার লোক নিয়ে কাজ শুরু করব। শুধু আওয়ামী লীগ না, সকল শ্রেণি-পেশা ও দল-মতের লোক নিয়ে কাজ করব। আমার এখন মূল টার্গেট মাদক-সন্ত্রাস নির্মূল করা। যাঁরা আমার মতো ৯০০ টাকার জন্য ফরম ফিলআপ করতে পারে না, সেসব ছাত্রদের পাশে দাঁড়ানোই হবে আমার লক্ষ্য।’
যারা মশাল মিছিল করে, তারা সবাই সন্ত্রাসী উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘যদি জনগণ নির্দেশ দেয় তাহলে ওদের ঠেকাতে পাঁচ মিনিটও লাগবে না। কিন্তু এই সন্ত্রাসী কাজগুলো কাদের ইন্ধনে করছে—এটা আমি প্রশ্ন রাখতে চাই।’
শামীম ওসমান বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখনো বাংলাদেশে রাজনীতি করে। আমি মনে করি স্বাধীনতাযুদ্ধের শহীদেরা আজ লজ্জিত, আমিও লজ্জিত।’
তিনি বলেন, ‘বিএনপিকে আমি রাজনৈতিক দল ভাবতাম না। ২০১৪ সালে তারা স্কুল পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। সে সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আজ এ দিন দেখতে হতো না। এটা আমার সরকারের ব্যর্থতা।’
শামীম ওসমান আরও বলেন, ‘আপনি যদি মনে করেন, ভবিষ্যৎ প্রজন্মকে ফল খাওয়াবেন তাহলে ফল গাছ লাগানো উচিত। আমাকে সার দেবেন পরিচর্যা করবেন। আর আমি যদি কাটা গাছ হই, তাহলে সেটাকে কেটে ফেলে দেওয়া উচিত। আমি মানুষকে বলতে চাই জাগো।’
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৫ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২৫ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে