Ajker Patrika

ভোজ্যতেল বিক্রিতে কেউ পাকা রসিদ দিচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৫: ২৬
ভোজ্যতেল বিক্রিতে কেউ পাকা রসিদ দিচ্ছে না

ভোজ্যতেল বিক্রিতে মিল মালিক, পরিবেশক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী পর্যায়ে কেউই কাউকে পাকা রসিদ দিচ্ছে না। আজ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিদপ্তর কর্তৃক আয়োজিত পাইকারি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন, ২০০৯ বিষয়ক বৈঠকে এ তথ্য উঠে এসেছে। 

বৈঠকে মৌলভীবাজারের ব্যবসায়ী হারুনুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, তিনি শুধু স্লিপ বিক্রি করছেন। অথচ অত্যাবশ্যকীয় পণ্য বিপণন নীতি আদেশ ২০১১ অনুযায়ী সেলস আদেশ কারও কাছে হস্তান্তরযোগ্য নয়। 
 
রাজধানীর নিউমার্কেটে বনলতা মার্কেটের ব্যবসায়ী শফিউল্লাহ বলেন, তিনি মৌলভীবাজারের হাজী মুসলিম স্টোর থেকে পাম তেল কিনেছেন। কিন্তু এর জন্য প্রতিষ্ঠান থেকে কোনো পাকা রসিদ দেওয়া হয়নি। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম শফিকুজ্জামান বলেন, ভোজ্যতেল পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আগামীকাল দুপুর আড়াইটায় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলোর কাছে বিগত তিন মাসের আমদানি পরিশোধন ও বিক্রির তথ্য চাওয়া হয়েছে। 
 
মহাপরিচালক আরও বলেন, বাজারে যে পরিমাণ ভোজ্যতেল সরবরাহ আছে, তাতে আগামী রমজান পর্যন্ত দেশে কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা হাত বদলের মাধ্যমে এ দাম বাড়াচ্ছেন বলে তিনি তথ্য-প্রমাণ পেয়েছেন। 

এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন অধিদপ্তরের কাছে সময় দাবি করেন, যেন সবাই পাকা রসিদ নিয়ে ব্যবসা করতে পারেন। পরে অধিদপ্তরের মহাপরিচালক তাঁদের দুই দিনের সময় দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত