Ajker Patrika

এক ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ০২
এক ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেল স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, যমুনা ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর ৮টার দিকে ছোট দেওড়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। এ সময় জয়দেবপুর স্টেশনে একতা ট্রেন, রাজশাহী অভিমুখী ধূমকেতু ধীরাশ্রমে, দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা টঙ্গীতে এবং আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।

রেজাউল করিম আরও বলেন, পরে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকাগামী তুরাগ ট্রেনের ইঞ্জিন দিয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় জয়দেবপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর সকাল সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর আউটার সিগন্যালে ইঞ্জিন বিকল হয়ে জয়দেবপুর ও ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি ছোট দেওড়া এলাকায় থেমে যায়। এতে উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত