Ajker Patrika

নৌকার সমর্থককে মারধরের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫৭
নৌকার সমর্থককে মারধরের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় নৌকা প্রতীকের সমর্থককে মারধরের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হোসেনকে (৩০) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়। 

নাজমুল হোসেন সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। এ ছাড়া তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন মিয়ার অনুসারী। 

নাজমুলকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।’ 

মামলা থেকে জানা গেছে, নৌকার পক্ষে নির্বাচন করায় গত ১ ফেব্রুয়ারি কাগদী বাজারে নাজমুলের নেতৃত্বে মাসুদ মোল্যা নামের এক ব্যক্তির ওপর হামলা হয়। এই ঘটনায় তাঁর ভাই ইবাদত মোল্যা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারধরের ঘটনায় গতকাল মামলা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল। আজ সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।’ 

এদিকে গত ২৮ জানুয়ারি সালথায় সংবর্ধনা অনুষ্ঠানে নাজমুলের বিরুদ্ধে নির্বাচনে নৌকার পক্ষে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত