ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় নৌকা প্রতীকের সমর্থককে মারধরের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হোসেনকে (৩০) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়।
নাজমুল হোসেন সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। এ ছাড়া তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন মিয়ার অনুসারী।
নাজমুলকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।’
মামলা থেকে জানা গেছে, নৌকার পক্ষে নির্বাচন করায় গত ১ ফেব্রুয়ারি কাগদী বাজারে নাজমুলের নেতৃত্বে মাসুদ মোল্যা নামের এক ব্যক্তির ওপর হামলা হয়। এই ঘটনায় তাঁর ভাই ইবাদত মোল্যা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারধরের ঘটনায় গতকাল মামলা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল। আজ সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।’
এদিকে গত ২৮ জানুয়ারি সালথায় সংবর্ধনা অনুষ্ঠানে নাজমুলের বিরুদ্ধে নির্বাচনে নৌকার পক্ষে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী।
ফরিদপুরের সালথায় নৌকা প্রতীকের সমর্থককে মারধরের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হোসেনকে (৩০) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়।
নাজমুল হোসেন সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। এ ছাড়া তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন মিয়ার অনুসারী।
নাজমুলকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।’
মামলা থেকে জানা গেছে, নৌকার পক্ষে নির্বাচন করায় গত ১ ফেব্রুয়ারি কাগদী বাজারে নাজমুলের নেতৃত্বে মাসুদ মোল্যা নামের এক ব্যক্তির ওপর হামলা হয়। এই ঘটনায় তাঁর ভাই ইবাদত মোল্যা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারধরের ঘটনায় গতকাল মামলা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল। আজ সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।’
এদিকে গত ২৮ জানুয়ারি সালথায় সংবর্ধনা অনুষ্ঠানে নাজমুলের বিরুদ্ধে নির্বাচনে নৌকার পক্ষে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৮ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৯ ঘণ্টা আগে