নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারবিরোধী দলের নেতা-কর্মী ও বিরোধী মতের নাগরিকদের বিরুদ্ধে গায়েবি, মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা দায়ের এবং রিমান্ডে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করাসহ পাঁচ দফা দাবিতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা।
আজ রোববার বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার জন্য দুপুরে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরে যাওয়ার সময় হাইকোর্টের মাজার রোডের ফটকে পুলিশ বাধা দেয়। পরে সেখানে আইনজীবীরা বিক্ষোভ করেন।
এরপর ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন, সদস্যসচিব কায়সার কামাল, কো-কনভেনর সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মহসিন রশীদ স্মারকলিপি পৌঁছে দিতে আইজিপির অফিসে যান। এ সময় অন্য আইনজীবীরা সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে শিক্ষা অধিকার চত্বরে অবস্থান নেন।
স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভে বক্তব্য রাখেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সদস্যসচিব কায়সার কামাল। তিনি বলেন, ‘আমরা আইনজীবী, আমরা আমাদের ন্যায়সংগত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে পারব। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আইনের রক্ষক কিন্তু ভক্ষক হিসেবে পরিণত হবেন না। আইনজীবী সমাজ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে। যদি এই শান্তিপূর্ণ সমাবেশ বাধা দিয়ে বানচাল করার চেষ্টা করেন। আপনাদের বিরুদ্ধে আইনজীবীরা কোর্ট অফিসার হিসেবে আইনগত পদক্ষেপ নেবে।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজি কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী মোহাম্মদ আলী, সৈয়দ মামুন মাহবুব, ওমর ফারুক ফারুকীসহ আরও অনেকে।
সরকারবিরোধী দলের নেতা-কর্মী ও বিরোধী মতের নাগরিকদের বিরুদ্ধে গায়েবি, মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা দায়ের এবং রিমান্ডে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করাসহ পাঁচ দফা দাবিতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা।
আজ রোববার বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার জন্য দুপুরে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরে যাওয়ার সময় হাইকোর্টের মাজার রোডের ফটকে পুলিশ বাধা দেয়। পরে সেখানে আইনজীবীরা বিক্ষোভ করেন।
এরপর ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন, সদস্যসচিব কায়সার কামাল, কো-কনভেনর সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মহসিন রশীদ স্মারকলিপি পৌঁছে দিতে আইজিপির অফিসে যান। এ সময় অন্য আইনজীবীরা সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে শিক্ষা অধিকার চত্বরে অবস্থান নেন।
স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভে বক্তব্য রাখেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সদস্যসচিব কায়সার কামাল। তিনি বলেন, ‘আমরা আইনজীবী, আমরা আমাদের ন্যায়সংগত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে পারব। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আইনের রক্ষক কিন্তু ভক্ষক হিসেবে পরিণত হবেন না। আইনজীবী সমাজ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে। যদি এই শান্তিপূর্ণ সমাবেশ বাধা দিয়ে বানচাল করার চেষ্টা করেন। আপনাদের বিরুদ্ধে আইনজীবীরা কোর্ট অফিসার হিসেবে আইনগত পদক্ষেপ নেবে।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজি কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী মোহাম্মদ আলী, সৈয়দ মামুন মাহবুব, ওমর ফারুক ফারুকীসহ আরও অনেকে।
একসময় দরিদ্র মানুষের ক্ষুধা নিবারণের খাবার হিসেবে পরিচিত ছিল মিষ্টি আলু। সময়ের ব্যবধানে এখন সেই আলু বাণিজ্যিকভাবে চাষ করে বিদেশে রপ্তানি করছেন কৃষকেরা। শেরপুরের চরাঞ্চলে উৎপাদিত আলু যাচ্ছে জাপানে। সরাসরি খেত থেকে এগুলো কিনে নিচ্ছে এক জাপানি প্রতিষ্ঠান। ফলে দিন দিন বাড়ছে চাষের পরিমাণ।
১১ মিনিট আগেবাগেরহাটে আশঙ্কাজনক হারে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। এতে বিদ্যুৎবিহীন থেকে ভোগান্তির পাশাপাশি নতুন ট্রান্সফরমার সংযোজনে লাখ লাখ টাকা গচ্চা যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি ও গ্রাহকদের। এতে আতঙ্কে রয়েছেন গ্রাহকেরা। এদিকে চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি মামলা করলেও কোনো আসামি গ্রেপ্তার করতে...
১৩ মিনিট আগেরাজধানী ঢাকা থেকে ৭০ মাইল দূরে কিশোরগঞ্জের করিমগঞ্জে ১০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়টি। মাত্র দুই বছরের মধ্যে শিক্ষার্থীদের আসন বাড়ে ২০ শতাংশ। এর পর থেকে অব্যাহতভাবে বেড়ে চার শিক্ষাবর্ষের মধ্যেই আসন বৃদ্ধি পায় ৮০ শতাংশ। অথচ সরকারি বিধিবিধান অনুযায়ী মেডিকেল কলেজটির অন্তত...
২০ মিনিট আগেমঞ্চ, চেয়ার কোনো কিছুই অক্ষত নেই। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। দেয়ালে জন্মানো গাছের শেকড় ছিন্নভিন্ন করে ফেলেছে কাঠামো। সিঁড়িতেও জন্মেছে গাছ। ছাদে পানি পড়ে শ্যাওলা জন্মেছে। রাতে এখানে প্রবেশ তো দূরের কথা...
৭ ঘণ্টা আগে