১২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৬: ৫১

বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দরের কেওঢালা এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে সাড়ে ৮ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ ১২ ঘণ্টা পর এই যানজট দূর হয়ে স্বাভাবিক হয়েছে যান চলাচল।

গতকাল বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ যানজট দেখা যায় মহাসড়কে। 

গতকাল রাতে ও আজ সকালে নারায়ণগঞ্জের কেওঢালা এলাকায় একটি কাভার্ডভ্যান, বন্দর এলাকায় একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান ও যাত্রামুরা এলাকায় একটি ট্রাক মহাসড়কে বিকল হয়ে যাওয়াতে এ যানজট সৃষ্টি হয়। মূলত রাতে অতিরিক্ত বৃষ্টি ও সড়কে খানাখন্দের কারণে এই যানবাহনগুলো বিকল হয়ে যায়। 

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অতি বৃষ্টিতে তীব্র যানজটের কারণে যাত্রীরা যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারছেন না। সেই সঙ্গে যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ এক স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। 

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম বলেন, বুধবার দিবাগত রাতে মহাসড়কের যাত্রামুরা, কেওঢালা, লাঙ্গলবন্দসহ কয়েকটি স্থানে মোট দুটি ট্রাক ও দুটি কাভার্ডভ্যান বিকল হয়ে যায়। এ সময় কিছু যানবাহন উল্টো পথে প্রবেশ করলে যানজট তীব্র আকার ধারণ করে। 

তিনি আরও বলেন, ‘সকাল থেকে চেষ্টা করে বেলা ১১টার ভেতর আমরা মহাসড়কে বিকল হওয়া সকল গাড়ি সরিয়ে ফেলেছি। বৃষ্টির কারণে আমাদের কাজ করতে একটু সময় লেগেছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত