টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে দূষিত পানি পান করে অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আজ শুক্রবার সকালে বেগম (৬০) ও বাবুল মিয়া (৪৫) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড় দেওড়া হয়রত শাহজালাল রোডের গান্ধীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও মহাখালী কলেরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেক শিশু ও বৃদ্ধকে তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় দেওড়া এলাকায় হজরত শাহজালাল (র.) রোডের প্রকৌশলী মোসলেম উদ্দিনের গলিতে গতকাল দুপুরে ড্রেনের কাজ করার সময় কয়েকটি পানির পাইপ লাইন ফেটে যায়। এতে ফেটে যাওয়া পানির পাইপে ড্রেনের ময়লা প্রবেশ করে এবং পানি দূষিত হয়ে পড়ে। ওই পানি পান করায় গতকাল রাত ৮টা থেকে ওই এলাকার আশপাশের শতাধিক মানুষের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। এর মধ্যে আরিফ (২৫), শফিকুল (৩৫), রমজান (২০), জামাল উদ্দিন (৫০) ও শরিফুলসহ ৩৬ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া গান্ধীবাড়ি এলাকার চার মাসের শিশু রুকাইয়া, আব্দুর রহিম (৫০), আয়েশা আক্তার (৪০), রুমী (১১), জিহাদ (৯), আলেছা বেগম (৬০), দেলোয়োর হোসেন (৩২), দুলালী (৩৫), শাহাবুল (২৮), সবুজ (২৩), জেসমিন (২২) অমিত হাসানসহ (১৮) অন্তত ২০ থেকে ২৫ জন বাসায় থেকে চিকিৎসা নেন। বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের বেগম ও দেওড়া মাইনুদ্দীন মার্কেট এলাকার বাবুল মিয়া মারা যান। তাঁদের লাশ নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা বলেন, ‘দূষিত পানি পানের কারণে তাঁদের ডায়রিয়া ও বমি হচ্ছে। হাসপাতালে ৩৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী) কে এম জহিরুল ইসলাম বলেন, ‘ওই পানির লাইন সিটি করপোরেশনের কি না সেটি খোঁজ নিয়ে দেখা হবে।’
গাজীপুরে দূষিত পানি পান করে অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আজ শুক্রবার সকালে বেগম (৬০) ও বাবুল মিয়া (৪৫) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড় দেওড়া হয়রত শাহজালাল রোডের গান্ধীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও মহাখালী কলেরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেক শিশু ও বৃদ্ধকে তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় দেওড়া এলাকায় হজরত শাহজালাল (র.) রোডের প্রকৌশলী মোসলেম উদ্দিনের গলিতে গতকাল দুপুরে ড্রেনের কাজ করার সময় কয়েকটি পানির পাইপ লাইন ফেটে যায়। এতে ফেটে যাওয়া পানির পাইপে ড্রেনের ময়লা প্রবেশ করে এবং পানি দূষিত হয়ে পড়ে। ওই পানি পান করায় গতকাল রাত ৮টা থেকে ওই এলাকার আশপাশের শতাধিক মানুষের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। এর মধ্যে আরিফ (২৫), শফিকুল (৩৫), রমজান (২০), জামাল উদ্দিন (৫০) ও শরিফুলসহ ৩৬ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া গান্ধীবাড়ি এলাকার চার মাসের শিশু রুকাইয়া, আব্দুর রহিম (৫০), আয়েশা আক্তার (৪০), রুমী (১১), জিহাদ (৯), আলেছা বেগম (৬০), দেলোয়োর হোসেন (৩২), দুলালী (৩৫), শাহাবুল (২৮), সবুজ (২৩), জেসমিন (২২) অমিত হাসানসহ (১৮) অন্তত ২০ থেকে ২৫ জন বাসায় থেকে চিকিৎসা নেন। বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের বেগম ও দেওড়া মাইনুদ্দীন মার্কেট এলাকার বাবুল মিয়া মারা যান। তাঁদের লাশ নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা বলেন, ‘দূষিত পানি পানের কারণে তাঁদের ডায়রিয়া ও বমি হচ্ছে। হাসপাতালে ৩৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী) কে এম জহিরুল ইসলাম বলেন, ‘ওই পানির লাইন সিটি করপোরেশনের কি না সেটি খোঁজ নিয়ে দেখা হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে