রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
গতকাল দিবাগত রাত ১টা থেকে কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধে ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সকাল পর্যন্ত ঘাট এলাকায় সৃষ্টি হয় দুই কিলোমিটার যানবাহনের সারি।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা পড়েছে। রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। অন্যদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। সারা রাত আটকে থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।
যশোর থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে যশোর থেকে রওনা দিয়েছি। সকাল ৯টায় ঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। ঘাটে গাড়ির লম্বা সিরিয়াল সৃষ্টি হয়েছে।’
আরেক যাত্রী সোবাহান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি কাজে ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছি। ভোর ৬টা থেকে ঘাটে এসে বসে ছিলাম। ছোট শিশুটিকে নিয়ে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক ইসলাম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত একটা থেকে ঘাটে এসে বসে আছি। ভোরে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ১০টা বাজল ফেরি চলাচল স্বাভাবিক হতে। সারা রাত শীতে কষ্ট পোহাতে হয়েছে।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।’
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
গতকাল দিবাগত রাত ১টা থেকে কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধে ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সকাল পর্যন্ত ঘাট এলাকায় সৃষ্টি হয় দুই কিলোমিটার যানবাহনের সারি।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা পড়েছে। রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। অন্যদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। সারা রাত আটকে থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।
যশোর থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে যশোর থেকে রওনা দিয়েছি। সকাল ৯টায় ঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। ঘাটে গাড়ির লম্বা সিরিয়াল সৃষ্টি হয়েছে।’
আরেক যাত্রী সোবাহান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি কাজে ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছি। ভোর ৬টা থেকে ঘাটে এসে বসে ছিলাম। ছোট শিশুটিকে নিয়ে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক ইসলাম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত একটা থেকে ঘাটে এসে বসে আছি। ভোরে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ১০টা বাজল ফেরি চলাচল স্বাভাবিক হতে। সারা রাত শীতে কষ্ট পোহাতে হয়েছে।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৩৯ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে