Ajker Patrika

শিক্ষকের বিরুদ্ধে বহিরাগত দিয়ে ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি
শিক্ষকের বিরুদ্ধে বহিরাগত দিয়ে ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ফরিদপুরে নগরকান্দায় এক শিক্ষকের বিরুদ্ধে বহিরাগত দিয়ে স্কুলের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের অভিভাবকেরা ক্ষুব্ধ হয়েছেন শিক্ষকদের উপর। গতকাল শনিবার উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল সয়ফুন্নেছা রব্বানী জুনিয়ার হাইস্কুলে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থী বিলম্বে স্কুলে আসায় অভিযুক্ত শিক্ষক জোড়া বেত দিয়ে তাদের মারধর করেন। অভিভাবকেরা তাঁদের সন্তানদের কেন মারধর করা হয়েছে তা ওই শিক্ষকের কাছে জানতে চান। এতে শিক্ষক ক্ষিপ্ত হন ওই শিক্ষক। এরপর তিনি তাঁর নিজ গ্রামের সিরাজ ফকিরের ছেলে নাজিম শরীফকে নামে একজনকে ফোন করে স্কুলে ডেকে নেন। নাজিম শরীফ স্কুলে এসে ওই তিন শিক্ষার্থীকে পূনরায় মারধর করেন। এতে অভিভাবকেরা আরো ক্ষুব্ধ হন। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

মারধরের শিকার এক শিক্ষার্থী জানায়, সকাল ১০টায় তারা স্কুলে গিয়ে দেখে স্কুলে তালা ঝুলছে। তাই তারা বাড়ি চলে আসে। পরে ১১ টার দিকে পূনরায় স্কুলে গেলে স্কুল খোলা পায়। তখন ওই শিক্ষক তাদের বলেন, ‘তোদের এতো দেরি হলো কেন’-এই বলে জোড়া বেত দিয়ে মারতে শুরু করেন। এরপর নাজিম এসে বলে, ‘তোরা স্যারের সঙ্গে বেয়াদবি করছিস কেন’- এই বলে আবারো মারধর করেন।

এ বিষয়ে এক অভিভাবক অভিযোগ করে বলেন, ‘ছাত্ররা যদি বেয়াদবি করে তা হলে শিক্ষক তাঁদের মারধর করবে। কিন্তু শিক্ষক কেন বহিরাগত একজনকে এনে তাঁকে দিয়ে ছাত্রদের মারধর করাবে? আমরা এর বিচার চাই।’

অভিযুক্ত শিক্ষক বলেন, ‘ওরা ক্লাসে বেয়াদবি করে, সে জন্য আমি ওদের একটু মারতে গেছি। তখন এক শিক্ষার্থী আমার শার্টের কলার ধরে আমাকে মারতে উদ্যোত হয়। তখন নাজিম এসে এই অবস্থা দেখে ওদের মারধর করেছে। আমি নাজিমকে সংবাদ দিয়ে আনিনি।’

এ ঘটনার পর নাজিম পলাতক রয়েছেন। এ জন্য তাঁর সঙ্গে কথা বলা যায়নি।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘আমি বিদ্যালয়ের কাজে ঢাকায় ছিলাম। যে ঘটনা হয়েছে সেটা আমরা স্থানীয়ভাবে মীমাংসা করতেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত