রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় দুই সাংবাদিকসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আহত দুই সাংবাদিক হলো মঈনুল হক মৃধা ও মোজাম্মেল হক লাল্টু। এদের মধ্যে একজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।
সংবাদ সম্মেলনে মাহমুদ খৈয়ম বলেন, ‘শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর মাঠে বিএনপি অবস্থান কর্মসূচি গ্রহণ করে। একই স্থানে দুপুর আড়াইটার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ শুরু করেন। ৩টার সময় বিএনপির নেতা-কর্মীদের সাদা রঙের একটি মাইক্রোবাস এলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের থামিয়ে মারধর ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় বেশ কয়েজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
রাত ৮টা ৫৫ মিনিটে মোবাইল ফোনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখায়রুজ্জামান বলেন, ‘গোয়ালন্দে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এই হামলার সঙ্গে জড়িত, সেটা এখনো জানা যায়নি।’
মো. ইফতেখায়রুজ্জামান আরও বলেন, ‘শুনেছি স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় দুই সাংবাদিকসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আহত দুই সাংবাদিক হলো মঈনুল হক মৃধা ও মোজাম্মেল হক লাল্টু। এদের মধ্যে একজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।
সংবাদ সম্মেলনে মাহমুদ খৈয়ম বলেন, ‘শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর মাঠে বিএনপি অবস্থান কর্মসূচি গ্রহণ করে। একই স্থানে দুপুর আড়াইটার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ শুরু করেন। ৩টার সময় বিএনপির নেতা-কর্মীদের সাদা রঙের একটি মাইক্রোবাস এলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের থামিয়ে মারধর ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় বেশ কয়েজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
রাত ৮টা ৫৫ মিনিটে মোবাইল ফোনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখায়রুজ্জামান বলেন, ‘গোয়ালন্দে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এই হামলার সঙ্গে জড়িত, সেটা এখনো জানা যায়নি।’
মো. ইফতেখায়রুজ্জামান আরও বলেন, ‘শুনেছি স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৮ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
১৯ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে