Ajker Patrika

বিএনপির রাজনৈতিক ধারাই হলো মানুষ খুন: ডা. দীপু মনি 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৪, ১৯: ৩৫
বিএনপির রাজনৈতিক ধারাই হলো মানুষ খুন: ডা. দীপু মনি 

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপির রাজনৈতিক ধারাই হলো মানুষ খুন করা। ভালো মানুষের জীবন কেড়ে নেওয়ার নাম কি রাজনীতি? ২০০৪ সালে বিএনপির সন্ত্রাসীরা দিনদুপুরে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করেছে। সেদিন গাজীপুরের লাখ লাখ মানুষ এ হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামেন।’

আজ মঙ্গলবার গাজীপুরের টঙ্গী নোয়াগাঁও প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘এ হত্যা মামলার রায় হয়েছে, আশা করি দ্রুত রায় বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করতেন প্রয়াত এমপি আহসান উল্লাহ মাস্টার। তিনি একজন সৎ ও দক্ষ রাজনীতিবিদ ছিলেন। বর্তমানে এমন আদর্শবান নেতা পাওয়া মুশকিল। তিনি অসহায় মানুষের কথা বলতেন। সাধারণ মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়তেন।’

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ, পুবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগের নেতা মশিউর রহমান সরকার বাবু, রেজাউল করিম প্রমুখ। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত