Ajker Patrika

বাড্ডা থেকে গুলশান নেওয়ার পথে ২০৪ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৫০
বাড্ডা থেকে গুলশান নেওয়ার পথে ২০৪ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা থেকে গুলশানের দিকে যাওয়ার পথে ২০৪ বোতল বিদেশি মদসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে তাঁকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. পারভেজ রানা।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন আলমগীর গাইন (৫৫)। তিনি ভোলা জেলার বাসিন্দা।

এ বিষয়ে র‍্যাব কর্মকর্তা মো. পারভেজ রানা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডায় অভিযান চালিয়ে ২০৪ বোতল বিদেশি মদসহ আলমগীর গাইন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এসব মদ নিয়ে বাড্ডা থেকে গুলশানের দিকে যাচ্ছিলেন।’

গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পারভেজ রানা বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিদেশি মদ সংগ্রহ করে ঢাকার আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিলেন আলমগীর।’ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত