ফরিদপুর প্রতিনিধি
গাড়ির এসি কম্প্রেসারের মধ্যে কৌশলে ইয়াবার চালান পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ ডেইলীপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৩০) ও ঢাকার কদমতলীর পূর্ব জুরাইন এলাকার মিজানুর রহমান (৩০)। তাঁরা দুজনে ঢাকা থেকে ভাঙ্গায় এসেছিলেন। এর মধ্যে মোহাম্মাদ ইউনুসের হাতে থাকা একটি ব্যাগের মধ্যে গাড়ির ওই যন্ত্রের ভেতরে কৌশলে ইয়াবা লুকিয়ে রাখা ছিল।
এ ছাড়া একই দিন অপর একটি অভিযানে ভাঙ্গার পশ্চিম পাতরাইল গ্রামে অভিযান চালিয়ে করম আলী খালাসী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক কো হয়। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা শামীম হোসেন বলেন, মাদক কারবারিদের এই চক্র বেশ কিছুদিন ধরে গাড়ির পুরোনো যন্ত্রাংশের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা বহন করে আসছে। কক্সবাজার থেকে কুরিয়ারে ইয়াবা লুকানো গাড়ির যন্ত্রাংশ আসে ঢাকায়, তারপর সেটি গ্রহণ করে চক্রের সদস্যরা। শেষে ঢাকা থেকে সড়কপথে বহন করে নিয়ে আসে এই ইয়াবার চালান।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। আসামিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
গাড়ির এসি কম্প্রেসারের মধ্যে কৌশলে ইয়াবার চালান পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ ডেইলীপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৩০) ও ঢাকার কদমতলীর পূর্ব জুরাইন এলাকার মিজানুর রহমান (৩০)। তাঁরা দুজনে ঢাকা থেকে ভাঙ্গায় এসেছিলেন। এর মধ্যে মোহাম্মাদ ইউনুসের হাতে থাকা একটি ব্যাগের মধ্যে গাড়ির ওই যন্ত্রের ভেতরে কৌশলে ইয়াবা লুকিয়ে রাখা ছিল।
এ ছাড়া একই দিন অপর একটি অভিযানে ভাঙ্গার পশ্চিম পাতরাইল গ্রামে অভিযান চালিয়ে করম আলী খালাসী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক কো হয়। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা শামীম হোসেন বলেন, মাদক কারবারিদের এই চক্র বেশ কিছুদিন ধরে গাড়ির পুরোনো যন্ত্রাংশের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা বহন করে আসছে। কক্সবাজার থেকে কুরিয়ারে ইয়াবা লুকানো গাড়ির যন্ত্রাংশ আসে ঢাকায়, তারপর সেটি গ্রহণ করে চক্রের সদস্যরা। শেষে ঢাকা থেকে সড়কপথে বহন করে নিয়ে আসে এই ইয়াবার চালান।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। আসামিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন..
৪ মিনিট আগেবাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদীর তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
১০ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
৩২ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
৩৬ মিনিট আগে