Ajker Patrika

নিকলীতে নারীর মরদেহ উদ্ধার, প্রেমিক আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
নিকলীতে নারীর মরদেহ উদ্ধার, প্রেমিক আটক

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক নারীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর সঙ্গে থাকা প্রেমিক হুমায়ুন মিয়াকে (২৯) আটক করা হয়েছে। 

আজ বুধবার সকালে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

ওই নারীর বাড়ি কুলিয়ারচর উপজেলায়। অন্যদিকে আটক হুমায়ুন মিয়া কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ জানান, গত শনিবার (২৫ মার্চ) স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারী ও হুমায়ুন নিকলী ‘হাওর প্যারাডাইজ’ আবাসিক হোটেলের ৬০৯ নম্বর কক্ষে ওঠেন। দুজনেরই স্ত্রী ও স্বামী রয়েছে। আজ বুধবার আদালতে গিয়ে তাঁদের বিয়ে করার কথা ছিল। বেলা ১১টার দিকে ওই নারীকে অসুস্থ অবস্থায় হোটেল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হুমায়ুন। সেখান থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুনকে আটক করে।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সজীব ঘোষ বলেন, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। 

ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, ‘সকালে হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তরুণীর গলায় কালো দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এ দাগ ওড়না দিয়ে প্যাঁচানোর জন্য হয়েছে।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত