গাজীপুরে রয়্যাল এনফিল্ডের নতুন শোরুম উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি
Thumbnail image
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের ভোগড়া বাইপাসে রয়্যাল এনফিল্ডের অথরাইজড ডিলার শোরুম ‘স্পিড স্ট্রিম বাইক সেন্টার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় গাজীপুরে নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভোগড়া বাইপাসে রয়্যাল এনফিল্ডের অথরাইজড ডিলার শোরুম ‘স্পিড স্ট্রিম বাইক সেন্টার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বাইকারদের বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শোরুমটি যাত্রা শুরু করে। স্পিড স্ট্রিম বাইক সেন্টার শোরুমে এখন থেকে রয়্যাল এনফিল্ডের বিশ্বমানের মোটরসাইকেল, জেনুইন মোটরসাইকেল এক্সেসরিজ (জিএমএ), বিক্রয়োত্তর সেবা এবং স্পেয়ার পার্টস পাওয়া যাবে। রয়্যাল এনফিল্ডের এই নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে ব্র্যান্ডটি দেশের বাইকারদের আরও কাছাকাছি পৌঁছানোর প্রতিশ্রুতি পূরণে এক ধাপ এগিয়ে গেল। নেটওয়ার্ক সম্প্রসারণের এই উদ্যোগ বাংলাদেশের বাইকারদের জন্য আরও সহজতর এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, রয়্যাল এনফিল্ডের কান্ট্রি ম্যানেজার সার্ভিস সৈকত কুমার বসু, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন এবং ইফাদ মটরস লিমিটেডের হেড অব বিজনেস মইদুর রহমান তানভীর।

শোরুমটির স্বত্বাধিকারী এ পি এম নুর এ আলম মিথুন এবং তাঁর পরিবারবর্গও এই শুভক্ষণে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইফাদ মটরস লিমিটেডের অন্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত