Ajker Patrika

আইভীর বাসার সামনে বিজয় উল্লাস

তানিম আহমেদ, নারায়ণগঞ্জ থেকে 
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২২: ০৬
আইভীর বাসার সামনে বিজয় উল্লাস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। শেষ খবর অনুযায়ী বেসরকারিভাবে ১৬৪টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯২৬ এবং হাতি পেয়েছে ৭৮ হাজার ৯৬৩টি ভোট।

অর্থাৎ নৌকা সমর্থক সেলিনা হায়াৎ আইভী তাঁর প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার তৈমুর আলম খন্দকারের চেয়ে প্রায় ৬০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

এদিকে, বেসরকারিভাবে প্রাপ্ত ফলের সংবাদে আইভীর বাসার সামনে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে। মাইকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করামাত্রই তাঁরা উল্লাস করছেন। ‘বনের হাতি, বনে গেছে, আইভী আপা জিতে গেছে’ স্লোগান দিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত