গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকার মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে। তাতে কারখানার শ্রমিকসহ ১৫ জন দগ্ধ হয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব সামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধ ও আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধ ও আহতরা হলেন কারখানার লাইন ম্যানেজার মো. ফজলুর রহমান (৬০), নিরাপত্তা প্রহরী চান মিয়া (৪৫), সুপারভাইজার সবুর মিয়া (৩৫), নিরাপত্তা প্রহরী সোহেল রানা (২৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), সাহাবুল ইসলাম (৪৪), আলমগীর হোসেন (৩০), তৌসিফ ইসলাম (৩২), আরিফ হোসেন (২২), আবুল হোসেন (৩৫), রাকিব হোসেন (৪০), রাশেদ মিয়া (৩০), রফিকুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৩৫) ও পথচারী সোহেল মিয়া (৫০)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার একটি ভবনের নিচতলার একটি কক্ষে সকাল ৮টার দিকে কিছু শ্রমিক কাজ করছিলেন। এ সময় আবদ্ধ কক্ষে গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে প্রথমে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সেখানে থাকা লোকজন দগ্ধ ও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, গাজীপুরে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ১৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকার মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে। তাতে কারখানার শ্রমিকসহ ১৫ জন দগ্ধ হয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব সামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধ ও আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধ ও আহতরা হলেন কারখানার লাইন ম্যানেজার মো. ফজলুর রহমান (৬০), নিরাপত্তা প্রহরী চান মিয়া (৪৫), সুপারভাইজার সবুর মিয়া (৩৫), নিরাপত্তা প্রহরী সোহেল রানা (২৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), সাহাবুল ইসলাম (৪৪), আলমগীর হোসেন (৩০), তৌসিফ ইসলাম (৩২), আরিফ হোসেন (২২), আবুল হোসেন (৩৫), রাকিব হোসেন (৪০), রাশেদ মিয়া (৩০), রফিকুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৩৫) ও পথচারী সোহেল মিয়া (৫০)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার একটি ভবনের নিচতলার একটি কক্ষে সকাল ৮টার দিকে কিছু শ্রমিক কাজ করছিলেন। এ সময় আবদ্ধ কক্ষে গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে প্রথমে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সেখানে থাকা লোকজন দগ্ধ ও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, গাজীপুরে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ১৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে