কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্বল্পোন্নত ও নিম্ন আয়ের দেশগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উন্নত দেশগুলো। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করছে না। এমনই অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। আজ বুধবার ঢাকায় ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
করোনা পর যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন প্রেক্ষাপটে জ্বালানি, খাদ্য ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এবং এর পরিণতিতে এসডিজি বাস্তবায়ন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘৩৮টি উন্নত দেশের মধ্যে ৩৩টিই এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের জন্য তাদের নিজ নিজ প্রতিশ্রুত অর্থ সহায়তা দিচ্ছে না।’
এসডিজির বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও প্রযুক্তি দিয়ে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান। এ ক্ষেত্রে—বাংলাদেশ স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অংশীদারত্বর ভিত্তিতে ভূমিকা পালনে প্রস্তুত আছে বলেও জানান তিনি।
পরিবেশসম্মত শিল্পায়নের জন্য বাংলাদেশে উদ্যোক্তারা শিল্পকারখানাগুলোর আধুনিকায়নে জোর চেষ্টা চালাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের মাঝামাঝি দেশে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা পাঁচ শতাধিক হবে।
সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রদূতেরা তাঁদের বক্তব্য এসডিজি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দেশে দেশে গণতন্ত্র ও আইনের শাসন এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্বল্পোন্নত ও নিম্ন আয়ের দেশগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উন্নত দেশগুলো। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করছে না। এমনই অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। আজ বুধবার ঢাকায় ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
করোনা পর যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন প্রেক্ষাপটে জ্বালানি, খাদ্য ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এবং এর পরিণতিতে এসডিজি বাস্তবায়ন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘৩৮টি উন্নত দেশের মধ্যে ৩৩টিই এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের জন্য তাদের নিজ নিজ প্রতিশ্রুত অর্থ সহায়তা দিচ্ছে না।’
এসডিজির বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও প্রযুক্তি দিয়ে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান। এ ক্ষেত্রে—বাংলাদেশ স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অংশীদারত্বর ভিত্তিতে ভূমিকা পালনে প্রস্তুত আছে বলেও জানান তিনি।
পরিবেশসম্মত শিল্পায়নের জন্য বাংলাদেশে উদ্যোক্তারা শিল্পকারখানাগুলোর আধুনিকায়নে জোর চেষ্টা চালাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের মাঝামাঝি দেশে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা পাঁচ শতাধিক হবে।
সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রদূতেরা তাঁদের বক্তব্য এসডিজি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দেশে দেশে গণতন্ত্র ও আইনের শাসন এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
২ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১০ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১২ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৩২ মিনিট আগে