Ajker Patrika

নগরকান্দায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল প্রাইভেট কার 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৫: ২৪
নগরকান্দায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল প্রাইভেট কার 

ফরিদপুরের নগরকান্দায় একটি প্রাইভেট কার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের গজগা গ্রামে এ ঘটনা ঘটে।

গজগা গ্রামের খলিল মোল্লার ছেলে মোতাহার মোল্লা এই গাড়ির মালিক। এ ব্যাপারে মোতাহার মোল্লা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেছেন। 

মোতাহার মোল্লা বলেন, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় প্রাইভেট কারটি বাড়ির উঠানে রাখি। রাত ২টার দিকে ঘরের বাইরে কিছু মানুষের আওয়াজ শুনতে পাই। সন্দেহ হলে ঘর থেকে বের হয়ে দেখি গাড়িটি আগুনে জ্বলছে। আমার চিৎকারে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে গাড়ির ইঞ্জিন পুড়ে যায়। 

মোতাহার আরও বলেন, গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গাড়ির পাশে বোতলে ভরা পেট্রলের কিছু অংশ পাওয়া গেছে। তবে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে বলতে পারেননি। 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত