শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত দুজন হলেন, উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মজিবুর রহমান ও সহসাংগঠনিক সম্পাদক মো. আয়াত উল্লাহ।
গত সোমবার দুপুরে উপজেলার নয়নপুর এলাকায় রিদিশা নিটেক্স নামক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়। আহত ব্যক্তিরা হলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জামাল পালোয়ান (৫০), ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম (৫০), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির (৪৪) ও ইউনিয়ন যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩২)।
বিষয়টি নজরে এলে উপজেলা বিএনপির ওই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো. শাজাহান ফকির ও সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম স্বাক্ষরিত ওই দুই নেতাকে বহিষ্কারের চিঠি সংবাদমাধ্যমে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের হুকুমে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাঁদের বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত দুজন হলেন, উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মজিবুর রহমান ও সহসাংগঠনিক সম্পাদক মো. আয়াত উল্লাহ।
গত সোমবার দুপুরে উপজেলার নয়নপুর এলাকায় রিদিশা নিটেক্স নামক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়। আহত ব্যক্তিরা হলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জামাল পালোয়ান (৫০), ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম (৫০), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির (৪৪) ও ইউনিয়ন যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩২)।
বিষয়টি নজরে এলে উপজেলা বিএনপির ওই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো. শাজাহান ফকির ও সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম স্বাক্ষরিত ওই দুই নেতাকে বহিষ্কারের চিঠি সংবাদমাধ্যমে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের হুকুমে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাঁদের বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তাসনীম ইসলাম প্রেমাও (১৮) পরিবারের সবার মতো না ফেরার দেশে চলে গেছেন। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই কলেজছাত্রী মারা যান।
৭ মিনিট আগেগোপালগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে যমুনা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় সেলিম মিয়া (৩৫) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে নদীতে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নৌকাডুবির ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে বেলগাছা এলাকায় যমুনা নদীতে লাশটি ভেসে উঠে।
২২ মিনিট আগেকুমিল্লার হোমনা থেকে মো. ফারুক মিয়া ওরফে পান্ডু (৩০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে বাগমারা গ্রামের চকেরহাটি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি হোমনা থানার ডাকাতি, খুন দস্যুতাসহ পাঁচ মামলার আসামি। ওই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
২৮ মিনিট আগে