Ajker Patrika

শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২ নেতাকে বহিষ্কার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮: ১৫
শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২ নেতাকে বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত দুজন হলেন, উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মজিবুর রহমান ও সহসাংগঠনিক সম্পাদক মো. আয়াত উল্লাহ।

গত সোমবার দুপুরে উপজেলার নয়নপুর এলাকায় রিদিশা নিটেক্স নামক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়। আহত ব্যক্তিরা হলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জামাল পালোয়ান (৫০), ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম (৫০), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির (৪৪) ও ইউনিয়ন যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩২)।

বিষয়টি নজরে এলে উপজেলা বিএনপির ওই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো. শাজাহান ফকির ও সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম স্বাক্ষরিত ওই দুই নেতাকে বহিষ্কারের চিঠি সংবাদমাধ্যমে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের হুকুমে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাঁদের বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত