Ajker Patrika

নগরকান্দায় পিকআপের চাপায় দাদি-নাতনি নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৮: ৫৯
নগরকান্দায় পিকআপের চাপায় দাদি-নাতনি নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এলপি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের চাপায় ইজিবাইক যাত্রী দাদি-নাতনি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজসংলগ্ন স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুট্টি গ্রামের মৃত রব্বান শেখের স্ত্রী নবী বেগম (৬২) এবং নাতনি ময়না বেগম (২২)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এলপি গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ফরিদপুরগামী একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় দুজন নিহত ও শিশুসহ চারজন আহত হয়েছেন। দুজনের মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

তালমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন,  এ ঘটনায় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী মারাত্মক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকের যাত্রীরা কুমারপুট্টি গ্রাম থেকে ফরিদপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত