Ajker Patrika

রায়পুরায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১: ২৮
রায়পুরায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খোরশেদ মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

নিহত খোরশেদ মিয়া ভৈরব উপজেলার মধ্যের চর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে নরসিংদী থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। পথে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক আসা বারৈচাগামী অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত হন। এ সময় অটোরিকশার আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।অন্যদিকে, ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ যানজট নিরসনে কাজ শুরু করে। পরে সকাল ৯টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। 

প্রত্যক্ষদর্শী মো. হারুন বলেন, ভৈরবগামী পিকআপ ভ্যানের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এতে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত হন। শুধু তাই নয়, অটোরিকশায় থাকা আরও এক যাত্রীর দুই পা ভেঙে গেছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠায়।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছি। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসি। তবে ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ছোট্ট শিশুটির বড় বিপদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত