ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বালিয়াচরা ও সোনাখোলা গ্রামবাসীর মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগ,৩টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি, ১০টি টিয়ারশেল ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উত্তেজনা থামাতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে দুই গ্রামের মধ্যবর্তী একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামের তরুণদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর গত এক সপ্তাহে সোনাখোলা গ্রামের ছেলেদের হাতে হামলার শিকার হন বালিয়াচরা গ্রামের কলেজছাত্র আল-আমিন (২২) ও মিরহাজ শেখ (২২)। এর পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলতে থাকে। সর্বশেষ আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দুই গ্রামের কয়েকশত গ্রামবাসী ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এ সময় বালিয়াচরা গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মোল্লার বাড়িসহ আকাশ মুন্সী ও হান্নান শেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বালিয়াচরা গ্রামের হাবুল মাতুব্বর ও গফফার শেখের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বালিয়াচরার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছোট ভাই এটিএম ফরহাদ নান্নু বলেন, ‘আমাদের বাড়িতে সোনাখোলার লোকজন এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।’
ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার খোকন জমাদার বলেন, ‘সংঘর্ষের ঘটনা থেকে ওই এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেছে।’
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গ্রামে থানা-পুলিশের পাশাপাশি ফরিদপুর জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।’
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বালিয়াচরা ও সোনাখোলা গ্রামবাসীর মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগ,৩টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি, ১০টি টিয়ারশেল ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উত্তেজনা থামাতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে দুই গ্রামের মধ্যবর্তী একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামের তরুণদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর গত এক সপ্তাহে সোনাখোলা গ্রামের ছেলেদের হাতে হামলার শিকার হন বালিয়াচরা গ্রামের কলেজছাত্র আল-আমিন (২২) ও মিরহাজ শেখ (২২)। এর পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলতে থাকে। সর্বশেষ আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দুই গ্রামের কয়েকশত গ্রামবাসী ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এ সময় বালিয়াচরা গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মোল্লার বাড়িসহ আকাশ মুন্সী ও হান্নান শেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বালিয়াচরা গ্রামের হাবুল মাতুব্বর ও গফফার শেখের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বালিয়াচরার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছোট ভাই এটিএম ফরহাদ নান্নু বলেন, ‘আমাদের বাড়িতে সোনাখোলার লোকজন এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।’
ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার খোকন জমাদার বলেন, ‘সংঘর্ষের ঘটনা থেকে ওই এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেছে।’
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গ্রামে থানা-পুলিশের পাশাপাশি ফরিদপুর জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৮ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে