সাভার (ঢাকা) প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে মিছিল করেছেন।
আজ রোববার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেসা হলসংলগ্ন নবনির্মিত শহীদ স্মৃতিস্তম্ভের সামনে শিক্ষকদের এই সমাবেশ হয়। বিকেল ৪টার দিকে জাবি ট্রান্সপোর্ট এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
সমাবেশে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, তাঁদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান শিক্ষকেরা। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলা হয়েছে। এখন আবার যেসব শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের নিরাপত্তার কথা বলে তুলে নেওয়া হচ্ছে। তবে আমরা জানি, শিক্ষার্থীদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মানস চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস প্রমুখ।
এর আগে গতকাল শনিবার রাত ৪টার দিকে আরিফ সোহেলকে তাঁর ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়। আরিফের ছোট বোন উম্মে খায়ের ঈদি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া থাকতেন।
উম্মে খায়ের ঈদি বলেন, ‘রাত ৩টা ৫০ মিনিটে সিভিল পোশাকে ৮-১০ জন মানুষ আমাদের বাসার নিচে এসে ডাকাডাকি শুরু করেন। তখন আমার বাবা তাঁদের পরিচয় জানতে চান। তাঁরা পরিচয়পত্র দেখিয়ে ডিবি বলে জানান। আমরা দরজা খুলতে না চাইলে তাঁরা দরজা ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন। পরে দরজা খুলে দিলে তাঁরা ভেতরে এসে সবার ফোন নিয়ে নেন।’
উম্মে খায়ের ঈদি আরও বলেন, ‘তাঁরা আরিফ ভাইয়ের কম্পিউটার চালু করে কিছু ছবি নেন। পরে আশুলিয়া থানায় নেওয়ার কথা বলে আরিফ ভাই ও আমার বড় ভাইকে একটা গাড়িতে তুলে নিয়ে যান। তবে আমার বড় ভাইকে সাভারের গেন্ডা এলাকায় গিয়ে ছেড়ে দেন।’
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ জিতু আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা আরিফ সোহেলসহ কোটা আন্দোলনের সকল সমন্বয়ক ও শিক্ষার্থীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে মিছিল করেছেন।
আজ রোববার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেসা হলসংলগ্ন নবনির্মিত শহীদ স্মৃতিস্তম্ভের সামনে শিক্ষকদের এই সমাবেশ হয়। বিকেল ৪টার দিকে জাবি ট্রান্সপোর্ট এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
সমাবেশে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, তাঁদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান শিক্ষকেরা। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলা হয়েছে। এখন আবার যেসব শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের নিরাপত্তার কথা বলে তুলে নেওয়া হচ্ছে। তবে আমরা জানি, শিক্ষার্থীদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মানস চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস প্রমুখ।
এর আগে গতকাল শনিবার রাত ৪টার দিকে আরিফ সোহেলকে তাঁর ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়। আরিফের ছোট বোন উম্মে খায়ের ঈদি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া থাকতেন।
উম্মে খায়ের ঈদি বলেন, ‘রাত ৩টা ৫০ মিনিটে সিভিল পোশাকে ৮-১০ জন মানুষ আমাদের বাসার নিচে এসে ডাকাডাকি শুরু করেন। তখন আমার বাবা তাঁদের পরিচয় জানতে চান। তাঁরা পরিচয়পত্র দেখিয়ে ডিবি বলে জানান। আমরা দরজা খুলতে না চাইলে তাঁরা দরজা ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন। পরে দরজা খুলে দিলে তাঁরা ভেতরে এসে সবার ফোন নিয়ে নেন।’
উম্মে খায়ের ঈদি আরও বলেন, ‘তাঁরা আরিফ ভাইয়ের কম্পিউটার চালু করে কিছু ছবি নেন। পরে আশুলিয়া থানায় নেওয়ার কথা বলে আরিফ ভাই ও আমার বড় ভাইকে একটা গাড়িতে তুলে নিয়ে যান। তবে আমার বড় ভাইকে সাভারের গেন্ডা এলাকায় গিয়ে ছেড়ে দেন।’
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ জিতু আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা আরিফ সোহেলসহ কোটা আন্দোলনের সকল সমন্বয়ক ও শিক্ষার্থীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।’
ঢাকার সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে মাহফুজুর রহমান (৪৩) নামের এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর গলার নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে খামারের ভেতরে কর্মস্থল থেকে দুই কিলোমিটার দূরে মাহফুজের লাশ পাওয়া যায়।
৯ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলায় আবারও চাদর বিছিয়েছে ঘন কুয়াশা। সকালে রাস্তাগুলো ঢেকে গেছে কুয়াশায়। যানবাহন চলছে আলো জ্বালিয়ে। হালকা বাতাসে বাড়ছে শীত। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে চলতে হচ্ছে কর্মজীবী মানুষদের।
৪৪ মিনিট আগেযশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় খেদাপাড়া-মনিরামপুর সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেইতালির রোম থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইটের যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে...
১ ঘণ্টা আগে