Ajker Patrika

পারলারে সাজতে গিয়ে আইফোন খোয়ালেন ইন্দোনেশীয় সেই তরুণী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ০২
পারলারে সাজতে গিয়ে আইফোন খোয়ালেন ইন্দোনেশীয় সেই তরুণী

ভালোবেসে শিবচরের যুবককে বিয়ে করেছেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। তবে গতকাল শুক্রবার শিবচরের পারলারে বিয়ের সাজ সাজতে গিয়ে তাঁর ফিফটিন প্লাস মডেলের আইফোনটি হারিয়েছেন তিনি। পরে থানায় অভিযোগসহ আইনগত প্রক্রিয়া শেষে বিয়ের অনুষ্ঠানে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাঁর।

জানা গেছে, শুক্রবার সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের একটি পারলারে আসেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। সেখানে নিজের
আইফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে সেটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, ‘সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পারলারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পারলারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী পারলারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পারলারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।’ 

পাকিস্তানি বিউটি পারলারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, ‘আমার পারলারে সারাক্ষণই কাস্টমার থাকেন। ওই বিদেশি মেয়ে আর তাঁর সঙ্গে আরও একজনসহ দুজন সাজের জন্য আসে। ফোনটি সারাক্ষণই তাঁর হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাকফুল পড়তে গেলে ওই সময়ই বোরকা পরা এক মহিলা এসে ফোনটি নিয়ে বেড়িয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম।’ 

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় মালামাল নিজেদের সঙ্গে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত