গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর রেল জংশনসংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার ডিউটিতে ছিলেন এক পুলিশ কর্মকর্তা। নিয়মিত টহল হিসেবে তিনি সেখানে গেলে তাঁকে দেখে প্রতিদিনের ন্যায় হকাররা ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে এক লেবুবিক্রেতা দৌড়ে পালানোর সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। এতে তাঁর পা কেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত লেবুবিক্রেতার নাম পরিতোষ চক্রবর্তী (৪৫)। তাঁর বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার নওগাঁদা গ্রামে। তিনি গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর রেলক্রসিং এলাকায় ফুটপাতে বসে লেবু বিক্রি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর রেল জংশনসংলগ্ন ক্রসিং এলাকায় দীর্ঘদিন যাবৎ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ ও অবৈধ বাজার বসে। ফলে ফুটপাত দিয়ে মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়ে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যেই এসব অবৈধ হকার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় হকার ও দোকানপাট আবার বসে।
সূত্র আরও জানায়, আজ মঙ্গলবার সেখানে পরিতোষও লেবু বিক্রির জন্য পসরা সাজিয়ে লেবু প্যাকেট করছিলেন। দুপুর ১২টার দিকে সদর মেট্রো থানার এএসআই জহির ইসলাম ওই এলাকায় ডিউটিতে ছিলেন। পুলিশ দেখে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিনের মতো এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন।
এ সময় জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একতা ট্রেনের সঙ্গে পরিতোষ চক্রবর্তীর ধাক্কা লাগে। তিনি পড়ে গেলে তাঁর বাম পা আংশিক কেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল্লাহ হিরু জানান, পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে ওই লেবু ব্যবসায়ী দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে পা কেটে আহত হন। তবে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়নি। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, জয়দেবপুর রেল জংশনসংলগ্ন ক্রসিং এলাকায় দীর্ঘদিন যাবৎ হকাররা ফুটপাত দখল করে ঝুঁকিপূর্ণভাবে দোকান বসিয়ে থাকেন। এতে পথচারীদের অসুবিধা হয়। ট্রেনের কারণে সবার জন্য এটি ঝুঁকিপূর্ণ। অনেক সময় এসব অবৈধ দোকানি ও ফুটপাত দখলকারীরা পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়।
ওসি সৈয়দ রাফিউল করিম আরও বলেন, ‘আজ মঙ্গলবার দুপুরে এএসআাই জহির রেলক্রসিংয়ে ডিউটিতে ছিলেন। এ সময় পুলিশ দেখে ওই লেবুবিক্রেতা দৌড় দিয়ে পালানোর সময় অসাবধানতাবশত ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এ সময় তিনি পা কেটে আহত হন। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মানবিক কারণে তাঁর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর রেল জংশনসংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার ডিউটিতে ছিলেন এক পুলিশ কর্মকর্তা। নিয়মিত টহল হিসেবে তিনি সেখানে গেলে তাঁকে দেখে প্রতিদিনের ন্যায় হকাররা ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে এক লেবুবিক্রেতা দৌড়ে পালানোর সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। এতে তাঁর পা কেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত লেবুবিক্রেতার নাম পরিতোষ চক্রবর্তী (৪৫)। তাঁর বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার নওগাঁদা গ্রামে। তিনি গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর রেলক্রসিং এলাকায় ফুটপাতে বসে লেবু বিক্রি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর রেল জংশনসংলগ্ন ক্রসিং এলাকায় দীর্ঘদিন যাবৎ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ ও অবৈধ বাজার বসে। ফলে ফুটপাত দিয়ে মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়ে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যেই এসব অবৈধ হকার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় হকার ও দোকানপাট আবার বসে।
সূত্র আরও জানায়, আজ মঙ্গলবার সেখানে পরিতোষও লেবু বিক্রির জন্য পসরা সাজিয়ে লেবু প্যাকেট করছিলেন। দুপুর ১২টার দিকে সদর মেট্রো থানার এএসআই জহির ইসলাম ওই এলাকায় ডিউটিতে ছিলেন। পুলিশ দেখে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিনের মতো এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন।
এ সময় জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একতা ট্রেনের সঙ্গে পরিতোষ চক্রবর্তীর ধাক্কা লাগে। তিনি পড়ে গেলে তাঁর বাম পা আংশিক কেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল্লাহ হিরু জানান, পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে ওই লেবু ব্যবসায়ী দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে পা কেটে আহত হন। তবে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়নি। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, জয়দেবপুর রেল জংশনসংলগ্ন ক্রসিং এলাকায় দীর্ঘদিন যাবৎ হকাররা ফুটপাত দখল করে ঝুঁকিপূর্ণভাবে দোকান বসিয়ে থাকেন। এতে পথচারীদের অসুবিধা হয়। ট্রেনের কারণে সবার জন্য এটি ঝুঁকিপূর্ণ। অনেক সময় এসব অবৈধ দোকানি ও ফুটপাত দখলকারীরা পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়।
ওসি সৈয়দ রাফিউল করিম আরও বলেন, ‘আজ মঙ্গলবার দুপুরে এএসআাই জহির রেলক্রসিংয়ে ডিউটিতে ছিলেন। এ সময় পুলিশ দেখে ওই লেবুবিক্রেতা দৌড় দিয়ে পালানোর সময় অসাবধানতাবশত ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এ সময় তিনি পা কেটে আহত হন। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মানবিক কারণে তাঁর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে