Ajker Patrika

পাংশায় আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
পাংশায় আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাজবাড়ীর পাংশায় আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ সোমবার রাত ৮টায় পাংশা উপজেলা প্রতিনিধির কার্যালয়ে পত্রিকার ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী বাদশা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাংশা প্রেসক্লাবের সহ সভাপতি ও আজকের পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেন।

এ সময় পাংশার সিনিয়র সাংবাদিক ও কবি কাজী সেলিম মাবুদ, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুর রশিদ, মো. সেলিম মাহমুদ, যুগ্ম সম্পাদক রতন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল, ক্রীড়া সম্পাদক মো. আকাশ মাহমুদ, আপ্যায়ন সম্পাদক মো. আলামিন হোসেন, সহ প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সৈয়দ মেহেদী হাসান, রাজু আহম্মেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত