রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় এলাকাবাসীর গণস্বাক্ষর ও লিখিত আবেদনের পর নাটক ও যাত্রাপালা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সন্ধ্যার দিকে যাত্রাপালা বন্ধ করা হয়।
স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই বাহাদুরপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বাজারটির পাশেই একটি খোলা মাঠে যাত্রা মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়। আজ সোমবার রাতে সেখানে যাত্রাপালা মঞ্চায়িত হওয়ার কথা। প্যান্ডেলটির পাশাপাশি দুটি মাদ্রাসা থাকায় সেটি বন্ধ করার পক্ষে গণস্বাক্ষর করেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন মাদ্রাসার অধ্যক্ষ উসমান গণি। পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল এসে মঞ্চ উঠিয়ে দেন।
এ নিয়ে জানতে চাইলে স্থানীয় এক মাদ্রাসার প্রিন্সিপাল উসমান গণি বলেন, ‘বাহাদুরপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে অনেক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের বসবাস। বাহাদুরপুর বাজার ব্যবসায়ীরা একটি খোলা মাঠে ‘আলোমতি প্রেম কুমার’ নামে একটি যাত্রাপালার আয়োজন করেছেন। এর ঠিক পাশেই দুটি মাদরাসা। এখানে যাত্রাপালা আয়োজন করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা রয়েছে। যাত্রা বন্ধের জন্য স্থানীয়দের গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করি।’
উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘ওই এলাকার সারা মানুষ যাত্রা না হওয়ার পক্ষে। এ নিয়ে এলাকায় যদি দাঙা হাঙামা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিহতের মত বড় ঘটনাও ঘটতে পারে। শোনলাম প্রশাসনের লোকজন এসে বন্ধ করে দিয়েছে।’
এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য এবং উত্তর বাখর নগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু চাঁন বলেন, ‘এসিল্যান্ড স্যার ও পুলিশ এসে সন্ধ্যায় যাত্রা বন্ধ করে গেছেন। এ বিষয়ে আর কোনো কথা বলব না।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো শফিকুল ইসলাম বলেন, ‘গনস্বাক্ষরসহ আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রা বন্ধসহ মঞ্চ ও প্যান্ডেল উঠিয়ে দেওয়া হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. আজগর হোসেন বলেন, ‘এ ব্যাপারে রায়পুরা থানার ওসির সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, যাত্রাপালা জন্য থানা থেকে কেউ অনুমতি নেননি। তাই সেখানে কিছু করার সুযোগ নেই।’
নরসিংদীর রায়পুরায় এলাকাবাসীর গণস্বাক্ষর ও লিখিত আবেদনের পর নাটক ও যাত্রাপালা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সন্ধ্যার দিকে যাত্রাপালা বন্ধ করা হয়।
স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই বাহাদুরপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বাজারটির পাশেই একটি খোলা মাঠে যাত্রা মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়। আজ সোমবার রাতে সেখানে যাত্রাপালা মঞ্চায়িত হওয়ার কথা। প্যান্ডেলটির পাশাপাশি দুটি মাদ্রাসা থাকায় সেটি বন্ধ করার পক্ষে গণস্বাক্ষর করেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন মাদ্রাসার অধ্যক্ষ উসমান গণি। পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল এসে মঞ্চ উঠিয়ে দেন।
এ নিয়ে জানতে চাইলে স্থানীয় এক মাদ্রাসার প্রিন্সিপাল উসমান গণি বলেন, ‘বাহাদুরপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে অনেক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের বসবাস। বাহাদুরপুর বাজার ব্যবসায়ীরা একটি খোলা মাঠে ‘আলোমতি প্রেম কুমার’ নামে একটি যাত্রাপালার আয়োজন করেছেন। এর ঠিক পাশেই দুটি মাদরাসা। এখানে যাত্রাপালা আয়োজন করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা রয়েছে। যাত্রা বন্ধের জন্য স্থানীয়দের গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করি।’
উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘ওই এলাকার সারা মানুষ যাত্রা না হওয়ার পক্ষে। এ নিয়ে এলাকায় যদি দাঙা হাঙামা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিহতের মত বড় ঘটনাও ঘটতে পারে। শোনলাম প্রশাসনের লোকজন এসে বন্ধ করে দিয়েছে।’
এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য এবং উত্তর বাখর নগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু চাঁন বলেন, ‘এসিল্যান্ড স্যার ও পুলিশ এসে সন্ধ্যায় যাত্রা বন্ধ করে গেছেন। এ বিষয়ে আর কোনো কথা বলব না।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো শফিকুল ইসলাম বলেন, ‘গনস্বাক্ষরসহ আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রা বন্ধসহ মঞ্চ ও প্যান্ডেল উঠিয়ে দেওয়া হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. আজগর হোসেন বলেন, ‘এ ব্যাপারে রায়পুরা থানার ওসির সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, যাত্রাপালা জন্য থানা থেকে কেউ অনুমতি নেননি। তাই সেখানে কিছু করার সুযোগ নেই।’
টাঙ্গাইলের মির্জাপুরে এক মাদ্রাসাশিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার আজগানা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে গতকাল শুক্রবার পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালায়। তবে এর আগেই ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতবরেরা গ্রাম্য সালিসের আয়োজন করে।
৮ মিনিট আগেলক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিস বৈঠক হলেও বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দিয়ে বাড়াবাড়ি করলে চুল কেটে এলাকা ঘোরানোর হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আত্মহত্যা করেছে ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় ১২
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ ও ট্যুরিস্ট জিপ। খবর পেয়ে বাধা দিতে গিয়ে গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন চাকঢালা বিওপি বিজিবির কয়েকজন সদস্য। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগেপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মূল স্লোগান ছিল বৈষম্য দূর করা। প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে তা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আজ শনিবার বিকেলে কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই)
১ ঘণ্টা আগে