নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৩৮ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার বেলা ২টা পর্যন্ত কয়েদিরা তাঁদের স্ব স্ব আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। এ নিয়ে গত তিন দিনে জেলায় ৩৩১ কয়েদি আত্মসমর্পণ করলেন।
আদালতে আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন।
আত্মসমর্পণ করা ৩৩১ জন কয়েদির মধ্যে গত সোমবার আদালতে ৫ জন, মঙ্গলবার আদালতে ১২৮ জন ও বুধবার ১৩৮ জন কয়েদি আত্মসমর্পণ করেন। এ ছাড়া জেলার ৭টি থানায়ও আত্মসমর্পণ করেন আরও ৬০ জন কয়েদি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন দুপুরে জানান, আজ বেলা ২টা পর্যন্ত আত্মসমর্পণ নেওয়া হয়। এ সময় হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদিসহ বিভিন্ন মামলার কয়েদিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন। নতুন করে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশনা পেলে আরও যাঁরা আত্মসমর্পণ করতে আসবেন, নেওয়া হবে।
এদিকে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কারাগারে হামলার ঘটনায় এ পর্যন্ত ১০২ জনকে গ্রেপ্তার, ১ হাজার ৮৫টি গুলি ও ৩৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
১৯ জুলাই (শুক্রবার) বিকেলে সহিংসতার সময় নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে বন্দীরা পালিয়ে যান। পরে পলাতক কয়েদিরা আত্মসমর্পণ না করলে জেল পলায়ন, হামলা, লুটপাট, ভাঙচুরসহ বিভিন্ন মামলার আসামি করা হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ হতে মাইকিং করা হয়।
আরও পড়ুন—
নরসিংদীর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৩৮ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার বেলা ২টা পর্যন্ত কয়েদিরা তাঁদের স্ব স্ব আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। এ নিয়ে গত তিন দিনে জেলায় ৩৩১ কয়েদি আত্মসমর্পণ করলেন।
আদালতে আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন।
আত্মসমর্পণ করা ৩৩১ জন কয়েদির মধ্যে গত সোমবার আদালতে ৫ জন, মঙ্গলবার আদালতে ১২৮ জন ও বুধবার ১৩৮ জন কয়েদি আত্মসমর্পণ করেন। এ ছাড়া জেলার ৭টি থানায়ও আত্মসমর্পণ করেন আরও ৬০ জন কয়েদি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন দুপুরে জানান, আজ বেলা ২টা পর্যন্ত আত্মসমর্পণ নেওয়া হয়। এ সময় হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদিসহ বিভিন্ন মামলার কয়েদিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন। নতুন করে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশনা পেলে আরও যাঁরা আত্মসমর্পণ করতে আসবেন, নেওয়া হবে।
এদিকে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কারাগারে হামলার ঘটনায় এ পর্যন্ত ১০২ জনকে গ্রেপ্তার, ১ হাজার ৮৫টি গুলি ও ৩৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
১৯ জুলাই (শুক্রবার) বিকেলে সহিংসতার সময় নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে বন্দীরা পালিয়ে যান। পরে পলাতক কয়েদিরা আত্মসমর্পণ না করলে জেল পলায়ন, হামলা, লুটপাট, ভাঙচুরসহ বিভিন্ন মামলার আসামি করা হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ হতে মাইকিং করা হয়।
আরও পড়ুন—
ফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
১৭ মিনিট আগেইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
১ ঘণ্টা আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
২ ঘণ্টা আগে