সাংবাদিক কাজী রফিক আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২১: ১৫
Thumbnail image
কাজী রফিক। ছবি: সংগৃহীত

ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক কাজী রফিক (৩২) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছু আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা জানানো হয়েছে।

কাজী রফিকের সাবেক সহকর্মী আল আমিন রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘রফিক ভাইয়ের গ্রামের বাড়ি রংপুরে। ঢাকায় মোহাম্মদপুরে পরিবার নিয়ে বসবাস করতেন। বছর দুই আগে বিয়ে করেছেন। আজ রাত সাড়ে ১০টায় মোহাম্মদপুরের স্থানীয় আশরাফুল মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকালে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’

উল্লেখ্য, কাজী রফিক ২০১৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে সাংবাদিকতার হাতেখড়ি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত