কিশোরগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে আদালত চত্বরে শিক্ষার্থীরা 

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৭: ০৪
Thumbnail image

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম ও খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। 

আজ বুধবার দুপুরে আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা। 

বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলোরমেলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত চত্বরে এসে পৌঁছে ১২টার দিকে। পরে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। 

অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নেন আদালত চত্বরে। আদালত চত্বরে পুলিশ-র‍্যাব ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে থাকলেও কোনো ধরনের সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেনি। এ সময় তাঁরা বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেন। 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কাউকেই আটক করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত