কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘প্রেমঘটিত কারণে’ দুই বন্ধু আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র অশ্রু বিশ্বাস (২৪)। পরদিন আজ মঙ্গলবার সকালে গাছে ফাঁস দেওয়া অবস্থায় পল্লব বাড়ৈ (২২) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে কোটালীপাড়া পুলিশ।
অশ্রু বিশ্বাস ছিকটিবাড়ী গ্রামের আশুতোষ বিশ্বাসের ছেলে এবং পল্লব বাড়ৈ শিকির বাজার গ্রামের গনেশ বাড়ৈর ছেলে।
স্থানীয়রা বলেন, পল্লব বাড়ৈ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। বরিশালের এক মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ফোনে কথা বলতেন। হঠাৎ মেয়েটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পল্লব। গতকাল সোমবার দিবাগত ভোররাতে ঘরে কোথাও তাঁকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে খুঁজতে বের হন পল্লবের মা-বাবা। সকালে পার্শ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে কোটালীপাড়া থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পল্লব বাড়ৈ শার্টের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। গতকাল মারা যাওয়া বন্ধু অশ্রু বিশ্বাসের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও অংশ নিয়েছিলেন পল্লব। ফেরার পর থেকেই ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অশ্রু বিশ্বাসের সঙ্গে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকে নেশাগ্রস্ত হয়ে পড়েন। কিছুদিন ধরে বিয়ে করার জন্য পরিবারকে চাপ দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। গতকাল সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কোটালীপাড়া থানার এসআই হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে কোটালীপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘প্রেমঘটিত কারণে’ দুই বন্ধু আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র অশ্রু বিশ্বাস (২৪)। পরদিন আজ মঙ্গলবার সকালে গাছে ফাঁস দেওয়া অবস্থায় পল্লব বাড়ৈ (২২) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে কোটালীপাড়া পুলিশ।
অশ্রু বিশ্বাস ছিকটিবাড়ী গ্রামের আশুতোষ বিশ্বাসের ছেলে এবং পল্লব বাড়ৈ শিকির বাজার গ্রামের গনেশ বাড়ৈর ছেলে।
স্থানীয়রা বলেন, পল্লব বাড়ৈ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। বরিশালের এক মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ফোনে কথা বলতেন। হঠাৎ মেয়েটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পল্লব। গতকাল সোমবার দিবাগত ভোররাতে ঘরে কোথাও তাঁকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে খুঁজতে বের হন পল্লবের মা-বাবা। সকালে পার্শ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে কোটালীপাড়া থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পল্লব বাড়ৈ শার্টের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। গতকাল মারা যাওয়া বন্ধু অশ্রু বিশ্বাসের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও অংশ নিয়েছিলেন পল্লব। ফেরার পর থেকেই ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অশ্রু বিশ্বাসের সঙ্গে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকে নেশাগ্রস্ত হয়ে পড়েন। কিছুদিন ধরে বিয়ে করার জন্য পরিবারকে চাপ দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। গতকাল সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কোটালীপাড়া থানার এসআই হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে কোটালীপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
২৩ মিনিট আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে