Ajker Patrika

ফরিদপুর-২ উপনির্বাচন: শান্তিপূর্ণ পরিবেশেও ভোটার উপস্থিতি কম, বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৩: ৫৮
ফরিদপুর-২ উপনির্বাচন: শান্তিপূর্ণ পরিবেশেও ভোটার উপস্থিতি কম, বললেন সিইসি

ফরিদপুর-২ আসনে শুরু হওয়া উপনির্বাচন ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ শনিবার পর্যবেক্ষণের সময় তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ‘আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছি। কোনো অনিয়ম দেখতে পাচ্ছি না। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি একটু কম।’ 

কাজী হাবিবুল আউয়াল জানান, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

এ সময় স্থগিত থাকা গাইবান্ধা-৫ আসনের ভোটে অনিয়মের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, আগে ৫১টি কেন্দ্রের ওপর তদন্ত করলেও কমিশন সব কটি কেন্দ্রের বিষয়ে তদন্ত করতে চায়। তার মানে, বাকি ৯৪টি কেন্দ্রেও কী ধরনের অনিয়ম হয়েছে, তা জানতে চায় ইসি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, বাকি ৯৪টি কেন্দ্রের তদন্তের জন্য কমিটিকে আরও সাত দিন সময় দেওয়া হয়েছে। তার পরই ব্যবস্থা।

এদিকে আজ শনিবার সকাল থেকে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত