ডেমরায় ম্যাক্সিম গ্রুপের অফিসে ডাকাতি, থানায় মামলা

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৮: ০৩

রাজধানীর ডেমরায় ম্যাক্সিম গ্রুপ অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আমুলিয়া এলাকার ওই গ্রুপের সাইড অফিস ও সাইড ইয়ার্ডে এ ডাকাতির ঘটনা ঘটে। 

এ সময় ডাকাত দল ওই কোম্পানির প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে আজ রোববার সকালে ডেমরা থানায় অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডেমরা-রামপুরা সড়কের পাশে আমুলিয়া এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে ১৫–২০ জনের একটি ডাকাত দল ম্যাক্সিম গ্রুপের মেইন গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দায়িত্বরত প্রহরী ও উপস্থিত অন্যান্য কর্মচারীদের হাত-পা বেঁধে গলায় ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মৃত্যুর হুমকি দেয়। 

এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা সময়ের মধ্যে ডাকাত দল কোম্পানির গোডাউনে থাকা গাড়ির ব্যাটারি, কেব্ল, ড্রিল মেশিন, ম্যান লিফ্ট, ফ্রগ লিফট ও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায়। 

সূত্রটি আরও জানায়, ডাকাতেরা সবাই ফুল প্যান্ট, শার্ট এবং জ্যাকেট পরিহিত ছিল। 

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উল্যেখ্য, ডেমরার আমুলিয়ায় ম্যাক্সিম গ্রুপের এটি সাইড অফিস। এখানে সড়ক ও কনস্ট্রাকশন কাজের হাল্কা-ভারী যন্ত্রপাতি যেমন ক্রেন, এছাড়া এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি রাখা হয়। যা সব বিদেশ থেকে আমদানি করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত