Ajker Patrika

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে ‘শিখবে সবাই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে ‘শিখবে সবাই’

দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজেরই অংশ। পরিবার ও নিজের ভাগ্য উন্নয়নে তারাও যে অসামান্য অবদান রাখতে পারে সেটা অনেক সময়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না। তবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সমাজে এমন কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে যারা দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ভাবেন এবং তাদের স্বাবলম্বী করে আনন্দ পান।

বাংলাদেশের অন্যতম ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শিখবে সবাই’ তাদের মধ্যে অন্যতম, যারা দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের মূল সমাজের সঙ্গে সম্পৃক্ত করতে ভূমিকা রাখছে।

গতকাল রোববার ‘শিখবে সবাই’ এর বনানী অফিসে এই ১৮ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে কোর্স সমাপনী সার্টিফিকেট তুলে দেওয়া হয়। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকলেও দক্ষতা উন্নয়নে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সব ধরনের প্রতিকূলতা অতিক্রমের জন্য দরকার হয় প্রবল ইচ্ছা ও আকাঙ্ক্ষা। সবদিক থেকে পর্যাপ্ত সহায়তা পেলে তারাও যে পরিবারের বোঝা নয়, তা প্রমাণে সচেষ্ট ‘শিখবে সবাই’ এর ১৮ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। ডিজিটাল মার্কেটিং এর ওপর প্রশিক্ষণ নিয়ে তারা এখন ভালো কিছু করার অপেক্ষায়। তাদের মধ্যে দুজন এরই মধ্যে অনলাইন মার্কেটপ্লেস ফাইভারে কাজ শুরু করেছেন।

‘শিখবে সবাই’ এর কর্ণধার আব্দুল কাদের বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে একযোগে সবাইকে কাজ করতে হবে। প্রতিবন্ধকতা পেছনে ফেলে তা জয় করেই সামনে এগোতে হবে। সমাজের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে ‘শিখবে সবাই’ দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে এ কারণেই সামনে থেকে কাজ করছে।’

প্রসঙ্গত, উক্ত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ এনজিও এর সহকারী মহাব্যবস্থাপক নুসরাত জেরিন, ব্র্যাক এর হেড অফ অপারেশন্স-স্কিল ডেভেলপমেন্ট জয়দীপ সিনহা রয়, শিখবে সবাই এর চিফ অপারেটিং অফিসার আব্দুল কাদের এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত