‘তানজিমের নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৮
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ২৪

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম ছরোয়ার নির্জনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে টাঙ্গাইলের বাড়িতে এসেছিলেন সাবেক সেনা কর্মকর্তাদের একটি দল। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তাঁরা এসেছিলেন। 

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের নেতৃত্বাধীন এই দলের সদস্যরা নির্জনের মা,বাবা ও বোনের সঙ্গে কথা বলেন। এ সময় তানজীম ছরোয়ারের কবরের পাশে গিয়ে মোনাজাত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফজলে এলাহি আকবর। 

তানজিম ছরোয়ার নির্জনের বাবা-মার সঙ্গে কথা বলছেন সাবেক সেনা কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা এ সময় তাঁর সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) আব্দুল মান্নান, জেলা বিএনপির সভাপতি হানানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ অন্য নেতৃবৃন্দ। 

পরবর্তীকালে সাংবাদিকদের উদ্দেশে ফজলে এলাহি আকবর বলেন, ‘তানজিমের নাম এ দেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা, সে মারা গেছে ইউনিফর্ম পরে অপারেশন করতে গিয়ে। এটা একটা দুর্ঘটনার বিষয়। একটা ফুল ফুটতে–না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল। এই পরিস্থিতি একটা কথা মনে করিয়ে দেয়, সেটি হচ্ছে আমাদের দেশে এখনো অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। ডাকাত বা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত