ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৫০

ঢামেক প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৩: ১৭
Thumbnail image
ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের বুটেক্স হলে মিছিল নিয়ে প্রবেশ করানো হয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা। বিকেলে এবং সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। রাতে তা সংঘর্ষে রূপ নেয়।

ঢাকা পলিটেকনিকের আরাফাত নামের এক শিক্ষার্থী বলেন, রোববার বিকেল ও সন্ধ্যায় ছাত্রলীগের নেতাদের বুটেক্স হলে আনন্দ মিছিলের মতো করে প্রবেশ করানো হয়। ঢাকা পলিটেকনিকের কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করে। এ নিয়ে বুটেক্সের শিক্ষার্থীরা চড়াও হয়।

তবে বুটেক্সের শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করেছে। সীমান্ত নামে এক শিক্ষার্থী বলেন, ‘কোনো কারণ ছাড়াই ঢাকা পলিটেকনিকের এক দল শিক্ষার্থী রাতে বুটেক্সের শহীদ আজীজ হলে ঢুকে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী স্টাইলে হামলা চালায়। তারা ছাত্রদলের সমর্থক বলে জানতে পেরেছি। তারা দীর্ঘদিন ধরে হলে প্রবেশ করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধে এত দিন পারেনি। হলকে রাজনৈতিক মুক্ত রাখার চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীরা। তাই তাঁরা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে।’

সরেজমিনে দেখা গেছে, দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল এবং লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে নাবিস্কো ৭ রাস্তা এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। শমরিতা হাসপাতালের সামনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কয়েক শ সদস্য সেখানে দুই পক্ষের মাঝে অবস্থান নেয়। দুই পক্ষের শিক্ষার্থীদের নিয়ে রাত ১২টার দিকে আলোচনায় বসে সেনাবাহিনী। তাঁদের বুঝিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংঘর্ষে আহত শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা
সংঘর্ষে আহত শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষকদের ডাকা হয়েছে, তাঁরাও শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, তেজগাঁও থেকে মারামারির ঘটনায় প্রায় ৩০ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে। সবাই জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।

আহতদের মধ্যে রয়েছেন—ইমন (২৪), উৎসব (২৪), আজাদ (২৪), বুলবুল (২৪), প্রাশান্ত (২৪), শিশির (২৪), তৌফিক (২২), রুদ্র (২৩), আনান (১৮), জুনায়েদ (২৪), সমিক (২৪), ইমন (২০), রাকিব (২০), নাহিদ (২৩), ইমন (২৩), প্রবাল (২২), রমজান (২২), মো. মিঠুন (২১), ইমরান (২১), নাদিম (২০), ফাহাদ (১৯), খালেক (১৯), সোহান (২২), আমিন (২২), রিফাত বিশ্বাস (১৮), তপু (২০), মেহেদী (২১), প্রার্থ (২৪) ও হাসান (১৮)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত