পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

নরসিংদী প্রতিনিধি
Thumbnail image
পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর আদালত এলাকায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার দুই আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে স্বজনেরা। এ সময় ধস্তাধস্তিতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) টিটুল হোসাইন আহত হয়েছেন। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আহত এসআই টিটুল হোসাইন জানান, মনোহরদী থানার একটি হত্যা মামলার আসামি সেলিম মিয়া (২৯) ও পারভেজকে (২৩) রোববার গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতে হাজির করার জন্য নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।

সেখানে গাড়িটি রেখে আসামিদের নিয়ে পায়ে হেঁটে পাশে আদালত ভবনে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। আদালতে প্রবেশ করার সময় ৩ নম্বর গেটে আসামিদের ১০-১৫ জন স্বজন পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা
পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে উপপরিদর্শক টিটুল হোসাইন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। একপর্যায়ে আদালতের অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে দ্রুত আসামিদের আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উল্লেখ, গ্রেপ্তার দুজন গত ১৭ নভেম্বর চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত