Ajker Patrika

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাধা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাধা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিনে গোপালগঞ্জে ছাত্রলীগ আয়োজিত শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস গেটে এ ঘটনা ঘটে। 

এর আগে বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে কেক কেটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কেক কাটা শেষে কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। কলেজ ক্যাম্পাস ঘুরে শোভাযাত্রা নিয়ে সড়কে বের হতে গেলে কলেজ ক্যাম্পাস গেটে পুলিশ বাধা দেয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্রলীগ অনেকেই দৌড়ে পালিয়ে যায়। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর হতে পারে, এমন আশঙ্কায় শোভাযাত্রা নিয়ে রাস্তায় বের হতে বাধা দেওয়া হয়েছে। 

এ ছাড়া শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দুটি উপজেলা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ জেলার আর কোনো উপজেলায় সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনা এবং সেনাবাহিনীর ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটের ঘটনায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। এ কারণেই এ জেলার অধিকাংশ নেতাকর্মী রয়েছেন আত্মগোপনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: প্রতিবাদে সংবাদ সম্মেলনে এনসিপিকে বৈষম্যবিরোধীদের বাধা

নির্বাচনে প্রার্থীর প্রচারে পোস্টার থাকছে না

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

শত শত বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হচ্ছে কেন

কুমিল্লাকে ‘প্রস্রাবের স্থান’ বলে মন্তব্য বিএনপি নেতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত