মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনসহ উভয় পক্ষের ১০ জনের মতো আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের ডিসি ব্রিজ এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে আছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন (৪৫), শহরের কলেজ রোড এলাকার পান্নু মুন্সির ছেলে মুন্না মুন্সি (২৩), আলী সরদারের ছেলে জহিরুল সরদার (২২), আসিন মোল্লার ছেলে ধনু মোল্লা (২৩) প্রমুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শহরের ডিসি ব্রিজ এলাকায় সড়কের ওপরেই মোটরসাইকেল পার্কিং করেন কলেজ রোড এলাকার সজীব। সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল পার্কিং নিয়ে ইজিবাইকে থাকা যাত্রী জাহিদের সঙ্গে সজীবের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে সজীব ও জাহিদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে শকুনী ও কলেজ রোড এলাকার লোকজনও সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সদর মডেল থানার ওসিসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।
এদিকে গ্রেপ্তারের আতঙ্কে আহতরা সরকারি হাসপাতালে ভর্তি হননি। তাঁরা বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, শহরের কলেজ রোড ও শকুনী এলাকার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আমি ও আরও পুলিশসহ উভয় পক্ষে ৮-১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। তা ছাড়া এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনসহ উভয় পক্ষের ১০ জনের মতো আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের ডিসি ব্রিজ এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে আছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন (৪৫), শহরের কলেজ রোড এলাকার পান্নু মুন্সির ছেলে মুন্না মুন্সি (২৩), আলী সরদারের ছেলে জহিরুল সরদার (২২), আসিন মোল্লার ছেলে ধনু মোল্লা (২৩) প্রমুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শহরের ডিসি ব্রিজ এলাকায় সড়কের ওপরেই মোটরসাইকেল পার্কিং করেন কলেজ রোড এলাকার সজীব। সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল পার্কিং নিয়ে ইজিবাইকে থাকা যাত্রী জাহিদের সঙ্গে সজীবের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে সজীব ও জাহিদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে শকুনী ও কলেজ রোড এলাকার লোকজনও সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সদর মডেল থানার ওসিসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।
এদিকে গ্রেপ্তারের আতঙ্কে আহতরা সরকারি হাসপাতালে ভর্তি হননি। তাঁরা বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, শহরের কলেজ রোড ও শকুনী এলাকার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আমি ও আরও পুলিশসহ উভয় পক্ষে ৮-১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। তা ছাড়া এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১২ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
২৩ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৪৩ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
১ ঘণ্টা আগে