Ajker Patrika

ইজতেমায় দায়িত্ব পালনে গিয়ে বাসের ধাক্কায় এএসআই নিহত, এসআই আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ১৫
ইজতেমায় দায়িত্ব পালনে গিয়ে বাসের ধাক্কায় এএসআই নিহত, এসআই আহত

বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় হাসানুজ্জামান (৩২) নামে মোটরসাইকেল আরোহী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আমির হামজা (৩৩) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে এএসআই হাসানের মৃত্যু হয়। নিহত হাসান মানিকগঞ্জের কোর্টে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে মানিকগঞ্জের কন্ট্রোলরুমে কর্মরত এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামান দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো-ল-৬১-৪৩৬) ইজতেমা ময়দানে যাচ্ছিলেন। ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছালে গাজীপুর থেকে আসা ঢাকাগামী বলাকা পরিবহন তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাতে দুজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানেই হাসানের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাসের ধাক্কায় পুলিশের এএসআই হাসান মারা গেছেন। এ ঘটনায় এসআই আমির হামজা আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত