অনলাইন ডেস্ক
কাফনের কাপড় গায়ে জড়িয়ে চাকরি পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই)। গতকাল সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে অনশনে বসা এসআইরা আজও অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তাঁরা।
সরেজমিনে আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের দুই নম্বর গেটের সামনে এমন চিত্রই দেখা গেছে। সকাল ১১টায় সেখানে গিয়ে দেখা যায়, পুলিশের ৪০ তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকদের প্রায় ৪০-৫০ জন অবস্থান করছেন। এর মধ্যে কয়েকজন অনশন করছেন।
অনশনে থাকা ব্যক্তিরা জানান, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কথা মন্ত্রণালয়ে জানানোর পরও কোনো সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে অনশনে নেমেছেন তাঁরা।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই নয়ন চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সঙ্গের যারা সারদায় রয়েছেন আগামীকাল তাঁরা পাসিং আউটে বের হবেন। আর আমরা এখানে বসে আছি, অনশন করছি। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমরা দ্রুতই চাকরি পুনর্বহাল চাই।’
অব্যাহতি পাওয়া আরেক শিক্ষানবিশ এসআই আলমগীর হোসেন বলেন, ‘গতকাল আমাদের দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বিষয়টি বিবেচনায় রয়েছে জানালেও, আমরা তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ পাইনি। তাই দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।’
কল্যাণ সরকার নামে আরেক জন বলেন, ‘কী কারণে আমাদের বাদ দেওয়া হয়েছে আমরা বলতে পারছি না। ১ বছর প্রশিক্ষণ নিয়েছি কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। হঠাৎ আমাদের ডিসচার্জ লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। আমার পুরো ব্যাকগ্রাউন্ডে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই।’
সুবীর রায় নামে অব্যাহতি পাওয়া আরেক শিক্ষানবিশ উপপরিদর্শক বলেন, ‘একটা চাকরির জন্য আজ আমরা রাস্তায়। আমাদের কী দোষে এমন বড় শাস্তি দিচ্ছে জানি না। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত এখন। আমরা এখনো অনশন করছি।’
সুবীর রায় জানান, দাবি পূর্ণ না হওয়া অবধি অনশন চলবে তবে, এখনো পরবর্তী কর্মসূচি নির্ধারিত হয়নি। তিনি বলেন, ‘আমরা চাই এর একটা যথাযথ সুরাহা হোক। এই যন্ত্রণার অবসান হোক।’
উল্লেখ্য, রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশের ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ৩২১ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়। প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল অবস্থান কর্মসূচি পালন করে তাঁরা। এর আগে ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
সচিবালয়, পুলিশ, একাডেমি, সারদা, রাজশাহী, এসআই
কাফনের কাপড় গায়ে জড়িয়ে চাকরি পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই)। গতকাল সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে অনশনে বসা এসআইরা আজও অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তাঁরা।
সরেজমিনে আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের দুই নম্বর গেটের সামনে এমন চিত্রই দেখা গেছে। সকাল ১১টায় সেখানে গিয়ে দেখা যায়, পুলিশের ৪০ তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকদের প্রায় ৪০-৫০ জন অবস্থান করছেন। এর মধ্যে কয়েকজন অনশন করছেন।
অনশনে থাকা ব্যক্তিরা জানান, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কথা মন্ত্রণালয়ে জানানোর পরও কোনো সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে অনশনে নেমেছেন তাঁরা।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই নয়ন চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সঙ্গের যারা সারদায় রয়েছেন আগামীকাল তাঁরা পাসিং আউটে বের হবেন। আর আমরা এখানে বসে আছি, অনশন করছি। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমরা দ্রুতই চাকরি পুনর্বহাল চাই।’
অব্যাহতি পাওয়া আরেক শিক্ষানবিশ এসআই আলমগীর হোসেন বলেন, ‘গতকাল আমাদের দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বিষয়টি বিবেচনায় রয়েছে জানালেও, আমরা তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ পাইনি। তাই দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।’
কল্যাণ সরকার নামে আরেক জন বলেন, ‘কী কারণে আমাদের বাদ দেওয়া হয়েছে আমরা বলতে পারছি না। ১ বছর প্রশিক্ষণ নিয়েছি কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। হঠাৎ আমাদের ডিসচার্জ লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। আমার পুরো ব্যাকগ্রাউন্ডে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই।’
সুবীর রায় নামে অব্যাহতি পাওয়া আরেক শিক্ষানবিশ উপপরিদর্শক বলেন, ‘একটা চাকরির জন্য আজ আমরা রাস্তায়। আমাদের কী দোষে এমন বড় শাস্তি দিচ্ছে জানি না। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত এখন। আমরা এখনো অনশন করছি।’
সুবীর রায় জানান, দাবি পূর্ণ না হওয়া অবধি অনশন চলবে তবে, এখনো পরবর্তী কর্মসূচি নির্ধারিত হয়নি। তিনি বলেন, ‘আমরা চাই এর একটা যথাযথ সুরাহা হোক। এই যন্ত্রণার অবসান হোক।’
উল্লেখ্য, রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশের ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ৩২১ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়। প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল অবস্থান কর্মসূচি পালন করে তাঁরা। এর আগে ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
সচিবালয়, পুলিশ, একাডেমি, সারদা, রাজশাহী, এসআই
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মাস্টারের নেতৃত্বে রাতের আঁধারে আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিন যুগেরও বেশি সময় থাকা একটি দোকানকে সরিয়ে রাস্তায় ফেলে রেখে আরও একটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে ওই বিএনপি নেতার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগেবরিশাল নগরের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ৯ বছর আগে উদ্বোধন হয় গ্রিন সিটি পার্ক। ঐতিহাসিক বেলস পার্কের পাশে এ পার্কটি চালুর পর থেকেই আট বছর পর্যন্ত সব শিশুর জন্য ছিল উন্মুক্ত। কিন্তু ঈদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সীদেরও পার্কে প্রবেশের জন্য গুনতে হচ্ছে ১০ টাকা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণের কাজ নতুন করে গতি পাচ্ছে। ব্রেকওয়াটার, নেভিগেশন অ্যাকসেস চ্যানেল তৈরি এবং রেল ও সড়ক সংযোগসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের মতো বড় তিনটি কাজকে একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে জমির বিরোধকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন হত্যার ঘটনায় বুধবার (২ এপ্রিল) সকালে মামলা করা হয়েছে। নিহত জামাল উদ্দিনের ছেলে লিটন বাদী হয়ে ২১ জনকে আসামি করে ভোলা সদর মডেল থানায় এ মামলা করেন। এদিকে বিএনপি নেতা হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার...
৪ ঘণ্টা আগে